আগামী এক মাস ধরে কলকাতার বুকে আয়োজিত হবে ‘আমি আর্টস ফেস্টিভ্যাল’। তারই শুভ সূচনা হলো বৃহস্পতিবার সন্ধ্যায়। আগামী এক মাস ধরে কলকাতার বিভিন্ন জায়গা যেমন ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, ভারতীয় জাদুঘর, জিডি বিড়লা সভাঘর, কেসিসি, প্রিয়া সিনেমা ও টেকনো ইন্ডিয়াতে অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠান। শীতের শুরুতে কলকাতার বুকে শিল্পীদের নিয়ে নতুন করে উৎসবে মেতে ওঠার এক উদ্যোগ এটি।
এই অনুষ্ঠানের মূল আঙ্গিক নাচ, গান, প্রদর্শনী, থিয়েটার সহ বহুমুখী বিষয় নিয়ে এটি প্রদর্শন করা হবে। আমি আর্টস্ ফেস্টিভ্যাল ২০২৪-এর আয়োজনে কেসিসি-এর উদ্যোগে শিল্পের এই কর্মযজ্ঞে সমাজের বিভিন্ন স্তরের মানুষের অংশগ্রহণ হোক স্বতঃস্ফূর্ত, এমন ভাবনাকে সামনে রেখে অনুষ্ঠিত হতে চলেছে এটি। এই অনুষ্ঠানের আসল উদ্দেশ্য হলো জনসাধারণের মধ্যে এই অনুষ্ঠানকে আরও বহুমাত্রায় পৌঁছে দেওয়া।
আমি আর্টস্ ফেস্টিভ্যাল ২০২৪-এর শুভ সূচনা হল বৃহস্পতিবার সন্ধ্যায় আনন্দপুরে কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটিতে এক আনন্দমুখর মূহুর্তের মধ্যে দিয়ে। এই অনুষ্ঠানে হাজির ছিলেন বিশিষ্ট তারকদের অনেকেই। কবিতা, গানে ও গল্পে ভরে উঠেছিল উৎসবের সূচনা লগ্ন। সূচনালগ্নে গান গেয়ে সকলকে মুগ্ধ করলেন পিয়া চক্রবর্তী ও পরমব্রত চট্টোপাধ্যায়।
অনুষ্ঠান শুরুর আগে প্রদীপ জ্বালিয়ে তার শুভ সূচনা করলেন কেসিসি-এর চেয়ারপারসন রিচা আগরওয়াল। রিচার কথায়, ২১ নভেম্বর, বছর ছয়েক আগে এই দিনটিতে শিল্পচর্চা, শিল্পের প্রসারের তাগিদে পথ চলা শুরু করেছিল কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটি। এই দিনেই পঞ্চম বারের জন্য ‘আমি আর্টস ফেস্টিভ্যাল-এর সূচনা হল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৃত্যশিল্পী অলকানন্দা রায়, অভিনেত্রী পরিচালক সুদেষ্ণা রায়, ইতিহাসবিদ রুদ্রাংশু মুখোপাধ্যায়, সঙ্গীত শিল্পী লোপামুদ্রা মিত্র সহ অনেকেই।
এই অনুষ্ঠানে দেশ এবং বিদেশ থেকে ২৫০ জন শিল্পী অংশ নেবেন। ভারতীয় জাদুঘরে এক সপ্তাহ ধরে অনুষ্ঠিত হবে ‘বিশ্ব ঐতিহ্যবাহী সপ্তাহ’। সেখানে ২২শে ডিসেম্বর থেকে ২৯শে ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন শিল্পীর কাজ দেখতে পারবেন সাধারণ মানুষ। এছাড়া শিল্পকর্ম দেখার পাশাপাশি অনেকের তা কেনার ইচ্ছে হয়। সেই কারণে আয়োজন করা হয়েছে ‘অ্যাফর্ডেবল আর্ট ফেয়ার’। এই মেলায় সাধারণ মানুষের সার্মথ্যের শিল্পকর্ম কিনতে পারবেন। এটি অনুষ্ঠিত হবে ১১ই ডিসেম্বর থেকে ১৭ই ডিসেম্বর পর্যন্ত।
এছাড়া কলকাতা ছাড়াও বিভিন্ন জেলা থেকে শিল্পীদের হস্তশিল্প, পোশাক সহ বিভিন্ন সামগ্রীর বিক্রির জন্য আয়োজন করা হয়েছে ‘কারিগরি’-র। এটি ১৯শে ডিসেম্বর থেকে ২২শে ডিসেম্বর পর্যন্ত চলবে। এইসময় কলকাতার বুকে আরেক জায়গায় গানের সম্ভার নিয়ে আয়োজিত হবে এক বিশাল সুরের অনুষ্ঠান। ১৪ই ডিসেম্বর থেকে ২১শে ডিসেম্বর পর্যন্ত ১০টি ব্যান্ডের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।