সেরা সহ-অভিনেতার পুরস্কার পেয়ে আবেগপ্রবণ টোটা রায়চৌধুরী

এবার সেরা সহ-অভিনেতার পুরস্কার পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়লেন অভিনেতা টোটা রায়চৌধুরী। সোশ্যাল মিডিয়ায় নিজের প্রতিক্রিয়া জানালেন তিনি। সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে ‘নিউজ ১৮ শোশা অ্যাওয়ার্ড।’ যেখানে সেরা সহ-অভিনেতার পুরস্কার পেয়েছেন তিনি।

‘রকি অউর রানী কি প্রেম কাহানি’ সিনেমায় অভিনয়ের জন্য এই পুরস্কার জিতে নিয়েছেন অভিনেতা টোটা। গত বছর মুক্তি পেয়েছিল আলিয়া ভাট এবং রণবীর সিং অভিনীত এই সিনেমা। করণ জোহরের পরিচালিত এই সিনেমাটি ভীষণই জনপ্রিয়তা লাভ করেছিল দর্শকমহলে।

পুরস্কারটি পাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন তিনি। যেখানে দেখা যাচ্ছে পুরস্কার হাতে নেওয়া অবস্থার একটি ছবি, সাথে রয়েছে একটি লম্বা লেখা। লিখেছেন, ‘অনিল কাপুর, অন্নু কাপুর, আশুতোষ রানা, গজরাজ রাও, বিজয় ভার্মা এবং ভিকি কৌশলের সঙ্গে মনোনীত হওয়াই আমার কাছে পুরস্কারের সমান।’

সাথে তিনি আরো লেখেন, ‘মুম্বাইতে তাজ হোটেলের বলরুমে অনুষ্ঠিত এই অ্যাওয়ার্ড শো’তে তাবড়-তাবড় তারকাদের মাঝে বসে চারিদিকে চোখ বোলাচ্ছিলাম এবং অনুষ্ঠান উপভোগ করছিলাম। সেখানেই সেরা সহ-অভিনেতা পপুলার চয়জে বিজয়ীর নাম শুনে বিষম খাওয়ার উপক্রম। এতো আমার নাম ধরেই ডাকছে!’

একইসাথে পুরনো দিনের স্মৃতিও রোমন্থন করতে দেখা গিয়েছে তাকে। তিনি জানিয়েছেন এমন অনেক দিনই গেছে যেখানে তাকে কর্মহীন থাকতে হয়েছে। তবে তিনি কখনোই হতাশ হননি। সবসময়ই আলোর আশা রেখেছেন। আর তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন যারা তার ওপর বিশ্বাস রেখেছেন কঠিন সময়েও।

error: Content is protected !!
শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক