পাড়ুকোন পরিবারে আবারও খুশির হাওয়া। বলিউড তারকা দীপিকা পাড়ুকোনের ছোট বোন অনিশা পাড়ুকোন শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। প্রকাশ পাড়ুকোনের দুই কন্যার মধ্যে অনিশাই ছোট। যদিও তিনি ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে সরাসরি যুক্ত নন, তবুও দিদির কারণে এবং নিজের কাজের জন্য অনিশা বরাবরই আলোচনার কেন্দ্রে থাকেন। এবার তাঁর ব্যক্তিগত জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়—বিয়ে—নিয়ে জল্পনা তুঙ্গে।
৩৪ বছরের অনিশা পাড়ুকোন শিক্ষার দিক থেকে যথেষ্টই যোগ্য। মনস্তত্ত্ব, অর্থনীতি এবং সমাজতত্ত্ব—এই তিনটি বিষয়ে তিনি স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। এর পাশাপাশি নামী হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকেও ম্যানেজমেন্টে বিশেষ কোর্স সম্পন্ন করেছেন তিনি। বর্তমানে দীপিকার মানসিক স্বাস্থ্য বিষয়ক সংস্থা ‘লভ, লিভ, লাফ’-এর কর্ণধার হিসেবে কাজ করেন অনিশা। সংস্থার অর্থ সংগ্রহ, জনসংযোগ, প্রচার এবং উন্নয়নমূলক পরিকল্পনা তৈরির মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব তিনি সামলান দক্ষতার সঙ্গে।
অনিশার হবু স্বামী রোহন আচার্য সম্পর্কে তেমন বেশি তথ্য সামাজিক মাধ্যমে পাওয়া যায় না। কারণ রোহন নিজে খুব বেশি সক্রিয় নন। তবে বলিউডের বহু তারকা তাঁকে অনুসরণ করেন, যা তাঁকে খানিকটা হলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে এনেছে। তাঁর সোশ্যাল মিডিয়া বায়োতে মাত্র দুটি শব্দ—‘গ্লোবাল সিটিজ়েন’—যা তাঁর চিন্তাধারার পরিচায়ক।
ছোটবেলা থেকেই দুবাইয়ে বেড়ে ওঠা রোহনের শিক্ষাগত যোগ্যতা অনিশার মতো বিস্তৃত না হলেও তিনি কিংসটন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি দুবাইয়ে পারিবারিক ব্যবসার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। পাশাপাশি ব্লুগ্রাউন্ড নামে একটি সংস্থার বিপণন আধিকারিক হিসেবেও কাজ করেন।
রোহনের পরিবারের ইতিহাসও বেশ সমৃদ্ধ। তাঁর মাতামহ-মাতামহী ছিলেন প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক বাসু ভট্টাচার্য ও রিঙ্কি ভট্টাচার্য। দিদিমা রিঙ্কি আবার কিংবদন্তি পরিচালক বিমল রায়ের কন্যা। সেই সূত্রে অনিশার শ্বশুরবাড়ির সঙ্গে রয়েছে বাঙালি সাংস্কৃতিক যোগ, যা দুই পরিবারের মিলনকে আরও রঙিন করে তুলছে।
অনিশা ও রোহন—দু’জনেই নিজেদের ক্ষেত্রে প্রতিষ্ঠিত। একজন মানসিক স্বাস্থ্য সচেতনতা নিয়ে কাজ করেন, অন্যজন ব্যবসায়ী জগতে সক্রিয়। তাদের সম্পর্ক ও আসন্ন বিয়ে নিয়ে পাড়ুকোন পরিবারে যেমন আনন্দের আবহ, তেমনই বলিউড মহলেও উৎসাহের কমতি নেই। এখন শুধু অপেক্ষা, কবে এই তারকাপরিবারে যোগ হবে নতুন সদস্য—রোহন আচার্য।
আরও পড়ুন
দ্বিতীয় বিবাহবার্ষিকীতে রণদীপ–লিনের সুখবর, প্রথম সন্তানের অপেক্ষায় ‘জংলি’ দম্পতি