বর্ষাকালে ঘুরতে যাবেন ভাবছেন? কয়েকটি বিষয় মাথায় রাখা খুবই জরুরী

অনেকেই বর্ষাকালে ঘুরতে যেতে ভালোবাসেন। বর্ষায় প্রকৃতি আরও সতেজ ও প্রাণবন্ত হয়ে ওঠে৷ কেউ বর্ষায় পাহাড় পছন্দ করেন আবার কারোর ভালো লাগে সমুদ্র। বর্ষাকালে ঘুরতে যাওয়ার আগে কয়েকটি বিষয় মাথায় রাখা জরুরী। বিশেষ করে পাহাড়ে গেলে কয়েকটি বিষয় সাবধান হওয়া উচিত।

বেশি জামাকাপড় ও বর্ষাতি – পাহাড়ে বর্ষার সময় গেলে সঙ্গে বেশি করে জামাকাপড় নিন৷ কারণ বর্ষায় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হওয়ায় ও রোদ্দুর না থাকায় জামাকাপড় শুকানো সম্ভব হয় না। এছাড়া সঙ্গে রাখুন রেইনকোট। ওয়াটারপ্রুফ জুতো ও রেইনকোট সঙ্গে নিয়ে পাহাড় ভ্রমণে বেরোতে পারেন।

সঠিক জায়গা নির্বাচন – বর্ষাকালে পাহাড়ে ভূমিধস নামে ও রাস্তাঘাট বন্ধ হয়ে যায়৷ তাই বর্ষাকালে বেড়াতে গেলে সঠিক জায়গা নির্বাচন করুন। বয়স ও ফিটনেস অনুযায়ী জায়গা নির্বাচন করুন।

নদীর তীর থেকে দূরে থাকুন – বর্ষাকালে নদীতে জলের পরিমাণ বেড়ে যায়৷ আর এরফলে নদীতে জলের স্রোতও বেড়ে যায়৷ আর এইসময় নদীর তীরে ভাঙন, ধসের মতন ঘটনা ঘটে। তাই নদীর তীরবর্তী অঞ্চল থেকে দূরে থাকুন।

প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম – যে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার আগে চিকিৎসার সরঞ্জাম নিতে ভুলবেন না। প্রধানত বর্ষাকালে জিওলিন, পায়খানা-বমির ওষুধ সঙ্গে রাখুন। পাহাড়ে গেলে মশার স্প্রে সঙ্গে রাখুন৷

ঝুঁকি নেবেন না – অনেকে পাহাড়ে অ্যাডভেঞ্চার করতে পছন্দ করেন। বর্ষার সময় সেসব এড়িয়ে চলুন৷ এই মরশুমে বিপদের আশঙ্কা বেশি থাকে। তাই ঝুঁকি নেবেন না।

error: Content is protected !!
এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক