kmc 20240722 215238 0g7J2FUD8L

বর্তমানে অনেক তরুণ তরুণী খাবারের ব্যবসার প্রতি ঝুঁকেছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেই মনোভাব সকলের সঙ্গে শেয়ার করার পর ভাইরাল হয়ে চলেছেন তারা। এই ব্যবসায়িক বুদ্ধি কাজে লাগিয়ে অনেক তরুণ তরুণী আজকে জনপ্রিয়তা অর্জন করেছেন। শুধু স্বাদ বা ব্যবসায়িক বুদ্ধি দিয়ে নয়, নিজের ফ্যাশন সেন্সের মধ্যে দিয়েও জনপ্রিয় হয়েছেন অনেকে।

আর এরফলে তারা মানুষের কাছে জনপ্রিয়ে হয়ে উঠেছেন। এর আগে এমন এলজন দিল্লির ‘বড় পাও গার্ল’ নামে পরিচিত হয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। তাকে পরবর্তীকালে বিগ বস ওটিটির মঞ্চে হাজির হতে দেখা যায়। এবার ভাইরাল হলেন আরেক তরুণী। তিনি হলেন ‘পাই রোটি লেডি’।

পাই হলেন থাইল্যান্ডের বাসিন্দা। সেখানেই রয়েছে তাদের দোকান৷ পাই ও তার বোন একটি পরোটার দোকান চালান। কিন্তু শুধু তাদের খাবার বিক্রি নয়, তাদের খাবার পরিবেশন করার ধরন ও আকর্ষণীয় সাজপোশাক যা খাদ্যপ্রেমীদের খুব পছন্দের হয়ে উঠেছে। আর তাই পাই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে পাই রোল করা কলা কেটে পুর হিসেবে দিচ্ছেন। তারপর তা ক্রিম দিয়ে ক্রেতাদের বিক্রি করছেন। থাইল্যান্ডে এই দুই তরুণী বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। তাদের সাজ, খাবার পরিবেশন যা নজর কেড়েছে সকলের।