20240708 192808

আপনি যদি স্কুটি কিনতে আগ্রহী হন তবে আজকের প্রতিবেদনে রইল একটি দুর্দান্ত স্কুটির খোঁজ অনবদ্য মাইলেজের সঙ্গে সেরা ফিচার নিয়ে হাজির হয়েছে একটি স্কুটি। আর এই স্কুটিটি হলো TVS Jupiter। জানা যাচ্ছে, স্কুটিটি প্রতি লিটারে ৫৭ কিলোমিটার মাইলেজ দেয়। এতে রয়েছে ড্রাম ও ডিস্ক। দেশের অন্যতম সেরা বাইকগুলির মধ্যে একটি হলো TVS।

এই স্কুটি এখন আপনি বাড়িতে আনতে পারবেন মাত্র ১০,০০০ টাকাতেই। আপনার প্রতিদিনের যাতায়াতে স্কুটারটি আপনাকে সাহায্য করবে। তবে জেনে নেওয়া যাক কী কী রয়েছে এই স্কুটারে –

TVS Jupiter স্কুটির ইঞ্জিন

TVS Jupiter স্কুটিতে রয়েছে ১২৫ সিসি ইঞ্জিন।

TVS Jupiter স্কুটির দাম কত? মাত্র ১০ হাজার টাকায় কিভাবে বাড়িতে আনবেন?

এই স্কুটির বেস মডেলের দাম ৮৭,০৬৫ টাকা। স্কুটিটি Disc এবং SmartXonnect এই দুই ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। যদি ১০,০০০ টাকা ডাউন পেমেন্ট করেন তবে এই গাড়ি আপনি বাড়ি নিয়ে আসতে পারবেন। তবে এরপর ৯.৭ শতাংশ সুদে ২৭৬৪ টাকার ইএমআই দিতে হবে ৫ বছরের কিস্তিতে।

প্রায় এক লক্ষ টাকার কাছে দামের গাড়িটি মাত্র ১০০০০ টাকাতেই বাড়ি নিয়ে যেতে পারবেন। এই গাড়িতে রয়েছে ১২৪.৮ সিসি সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড ইঞ্জিন। ইঞ্জিনটি সর্বোচ্চ ৮.২ পিএস শক্তি সহ ১০.৫ এনএম টর্ক উৎপন্ন করে। প্রতি লিটার তেলে গাড়িটি ৫৭ কিলোমিটার মাইলেজ দেয়৷

গাড়িতে হেড লাইটের সঙ্গে একটি এলইডি লাইট রয়েছে। এর পাশাপাশি এতে রয়েছে ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল এবং ইউএসবি চার্জিং। এছাড়া লাগেজ রাখার জন্য ৩৩ লিটার আন্ডার সিটার স্পেস রয়েছে।