আজ ১২ই জুলাই চার হাত এক হতে চলেছে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের। দীর্ঘ কয়েক বছরের সম্পর্ককে পরিণতি দিতে চলেছেন তারা৷ তাদের এই বিয়েতে উপস্থিত থাকবেন বিশিষ্ট ব্যক্তিরা। কয়েক মাস আগে গুজরাটের জামনগরে পালিত হয়েছে প্রাক বিবাহ অনুষ্ঠান।
এবার মুম্বাইতে দীর্ঘ কয়েক দিন ব্যাপী বিয়ের অনুষ্ঠানও চলবে। জামনগর ও ইউরোপে কয়েক মাস ধরে চলা প্রাক বিবাহ অনুষ্ঠানের পর অবশেষে মুম্বাইতে গাঁটছড়া বাঁধতে চলেছেন তারা। বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে মুম্বইয়ের বিকোসি-র জিও সেন্টারে। অতিথি তালিকায় রয়েছেন দেশের বড় বড় রাজনীতিবিদ।
এর পাশাপাশি বলিউডের অনেকেই রয়েছে এই বিয়ের অনুষ্ঠানে। এর পাশাপাশি বিয়েতে আসতে চলেছে বিদেশি অতিথিরাও। এতদিন ধরে বিয়ের যা অনুষ্ঠান হয়েছে তাতে যা খরচ হয়েছে তা আম্বানির পরিবারের মোট সম্পত্তির ০.০৫ শতাংশ (৫,০০০ কোটি টাকা)
বিয়ে উপলক্ষ্যে রিলায়েন্স কর্মীদের বিশেষ উপহার দেওয়া হয়েছে। অনেককেই সোলার অক্ষরে লাল বাক্সে আসা উপহার দেওয়া হয়েছে। এই ছবি অনেকেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শেয়ার করেছেন। বাক্সে লেখা রয়েছে, “আমাদের দেবী ও দেবতাদের ঐশ্বরিক কৃপায় আমরা অনন্ত ও রাধিকার বিবাহ উদযাপন করছি। শুভকামনা সহ নীতা ও মুকেশ আম্বানি।”
আজ শুক্রবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রাধিকা ও অনন্ত। বিয়ে শুরু হবে দুপুর ৩টে থেকে। রাত ৮টায় বরমাল্য দান হবে। এই বিয়ে যে আর সাধারণ পাঁচটা বিয়ের মতন নয় তা সকলেই বুঝতে পারছেন। এই বিয়ের অনুষ্ঠান ঘিরে গোটা দেশের মিডিয়া খবর করে চলেছে। মুকেশ আম্বানির পরিবারের বিয়ের অনুষ্ঠান যা সাড়া ফেলে এভাবেই।