দুস্থ শিশুদের ভবিষ্যৎ গড়তে ভারতে ডেভিড বেকহ্যাম, পাশে আয়ুষ্মান খুরানা

ভারতে দুস্থ ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতির শিশুদের ভবিষ্যৎ উন্নয়নে একসাথে হাত মিলালেন আন্তর্জাতিক ফুটবল কিংবদন্তি ডেভিড বেকহ্যাম ও বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা। ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে ভারত সফরে এসে বেকহ্যাম শুধু অভিনন্দনই পেলেন না, বরং পেলেন ভারতবাসীর আন্তরিক সমর্থন এবং শিশুদের জন্য কাজ করার নতুন অনুপ্রেরণা।

ভারতের দূত হিসেবে আয়ুষ্মান খুরানা নিজে বেকহ্যামকে স্বাগত জানান। দুই তারকা—একজন ফুটবল মহাতারকা, অন্যজন বলিউডের জনপ্রিয় মুখ—মানবিক কাজকে এক সুতোয় বেঁধে একত্রিত হলেন দেশজুড়ে শিশুদের জন্য।

শিশুদের ভবিষ্যৎ গড়ে তোলার বার্তাই মুখ্য
ভারত সফরে ডেভিড বেকহ্যাম বিশাখাপত্তনমের একটি স্কুল পরিদর্শন করেন। সেখানে শিশুদের সঙ্গে কথা বলেন, তাদের স্বপ্নের কথা শোনেন এবং উৎসাহ জোগান যেন তারা ভবিষ্যতের পথে নিজেদের এগিয়ে নিতে পারে। শিশুদের শিক্ষা, নিরাপত্তা ও সুযোগ বাড়ানোর জন্য তিনি ইউনিসেফের দীর্ঘদিনের উদ্যোগকে আরও শক্তিশালী করার বার্তা দেন।

আয়ুষ্মান খুরানা বেকহ্যামের এই উদ্যোগে মুগ্ধ হয়ে বলেন—
“ডেভিড বেকহ্যাম এমন একজন মানুষ যিনি মানুষের কথা ভাবেন। তাঁর নেতৃত্ব, মানবিকতা এবং ভারতের প্রতি আন্তরিকতার জন্য আমরা সত্যিই কৃতজ্ঞ। তিনি ভারতের প্রকৃত বন্ধু।”

মানুষ ও সমাজের পাশে থাকার যৌথ অঙ্গীকার
বেকহ্যাম ও আয়ুষ্মান দু’জনেই দীর্ঘদিন ধরে সমাজসেবা, সচেতনতা এবং মানবিক উদ্যোগের সঙ্গে যুক্ত। তাদের লক্ষ্য—

শিশুদের শিক্ষার আলো পৌঁছে দেওয়া
নিরাপদ শৈশব নিশ্চিত করা
পিছিয়ে থাকা পরিবারগুলোর পাশে দাঁড়ানো
সমাজে ইতিবাচক পরিবর্তন আনা

তাদের সাক্ষাৎ যেন ভবিষ্যতে আরও বড় উদ্যোগের পথ দেখাল। একদিকে বিশ্বমানের অ্যাথলিট, অন্যদিকে জনপ্রিয় শিল্পী—দু’জনের মিলিত বার্তা স্পষ্ট:
শিশুদের স্বপ্নই দেশের ভবিষ্যৎ। সেই স্বপ্নকে রক্ষা করা সমাজের দায়িত্ব।

ভারতের প্রতি বেকহ্যামের ‘বন্ধুত্ব’
ভারতের সংস্কৃতি, সমাজ ও মানুষের প্রতি বেকহ্যামের ভালোবাসা এই সফরেও স্পষ্ট। শিশুদের হাসিমুখ দেখে এবং তাদের সঙ্গে সময় কাটিয়ে তিনি জানান—ভারতে ফিরে আসতে তাঁর সবসময়ই ভালো লাগে, বিশেষ করে যখন লক্ষ্য হয় মানবিক কাজ।

আরও পড়ুন,
রোশন পরিবারের নতুন বিনিয়োগে চমক: আন্ধেরিতে ২৭ কোটি টাকায় একাধিক অফিস ইউনিট কেনা

ডেভিড বেকহ্যাম ও আয়ুষ্মান খুরানার এই যৌথ উদ্যোগ প্রমাণ করল, তারকারা শুধু শিল্প বা খেলার মাঠেই নন, মানবিকতার মঞ্চেও সমানভাবে উজ্জ্বল। দুস্থ শিশুদের জন্য তাদের এই বার্তা—সুখী শিশু মানেই সুন্দর আগামী—ভারতজুড়ে অনুপ্রেরণা ছড়াচ্ছে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক