Bhojpuri: সময়ের সাথে সাথে ভোজপুরি ইন্ডাস্ট্রির রমরমা ঠিক পরিমাণ বেড়ে চলেছে তা আমরা সকলেই জানি। একটা সময় নির্দিষ্ট কিছু রাজ্যেই ভোজপুরি সিনেমা এবং ভোজপুরি গানের জনপ্রিয়তা ছিল।
তবে বর্তমানে সেটা ছড়িয়ে পড়েছে গোটা ভারতবর্ষ জুড়েই। ইতিমধ্যেই আমাদের সামনে এমন প্রচুর ভোজপুরি তারকারা উঠে এসেছেন যারা গোটা ভারতব্যাপী জনপ্রিয়তা লাভ করেছেন। এছাড়াও ভোজপুরি সংগীতশিল্পীদের জনপ্রিয়তা চোখে পড়ার মতো।
সেরকমই দু’জন শিল্পী হলেন অরবিন্দু আকেলা কাল্লু এবং শিবানী সিং। ইতিমধ্যেই দুর্দান্ত গান গেয়ে সকলের মনে জায়গা করে নিয়েছেন এই দু’জন। কয়েক মাস আগে তাদের একটি গান মুক্তি পেয়েছে ‘টিপস ভোজপুরি’ নামক একটি ইউটিউব চ্যানেলে।
যে গানটির নাম ‘পত্নী কে’। ইতিমধ্যে সেটা দেখে ফেলেছেন প্রচুর মানুষ। আর কমেন্টবক্সে সকলেই তাদের প্রশংসায় ভরিয়ে তুলেছেন। গানটি মূলত শ্যুট করা হয়েছে বিদেশে। তবে শুধু এই শিল্পীরাই নন এমন অনেক শিল্পী রয়েছেন যারা তুমুল জনপ্রিয়তা লাভ করেছেন ভোজপুরি গান গেয়ে।
উল্লেখযোগ্য অরিজিনাল গানের পাশাপাশি তারা অনেক সময় বলিউডের গানগুলিকেও ভোজপুরি(Bhojpuri) ভাষায় লঞ্চ করে থাকেন। সেগুলিও সমান জনপ্রিয়তা পায়। মূলত তাদের ভাষা গোটা ভারতবর্ষব্যাপী ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই এমনটা করা হয়।