সম্প্রতি এক ভিডিও সামনে এসেছে জো বাইডেনের। এতদিন বাইডেন কথায় হোঁচট খাচ্ছিলেন । কিন্তু এবার যেনো চোখেও ধাঁধা লেগেছে তার। কারণ এতদিন কথার এদিক ওদিক বললেও এবার নিজের স্ত্রী-কে ভুলে অন্য মহিলাকে চুম্বন করতে যাচ্ছিলেন তিনি। আর সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। নিজের স্ত্রী ভেবে তিনি অন্য এক মহিলার দিকে এগিয়ে যান। এরপর জো বাইডেনের স্ত্রী জিল বাইডেন এসে তাকে আটকান।
শেষমেশ যদিও ওই মহিলার সঙ্গে জো বাইডেনের ভুল বোঝাবুঝি স্পষ্ট হয়৷ ওইদিন ওই মহিলাটি ও জো বাইডেনের স্ত্রী উভয়ই নীল রঙের জ্যাকেট পরেছিলেন। এই মরশুমে একটি প্রশ্ন উঠেছে জো বাইডেন যদি নির্বাচনে প্রার্থী হন তবে কি তিনি জিততে পারবেন? এই প্রসঙ্গে বারাক ওবামা মন্তব্য করেছেন, বাইডেনের ফের নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়টি গুরুত্ব সহকারে আলোচনা করা উচিত।
এর আগে বাইডেন একাধিকবার নানান মন্তব্য করেছেন। কখনও তার কথা জড়িয়ে যাচ্ছে। তিনি একবার নিজের ভাইস প্রেসিডেন্ট মহিলাকে ‘ট্রাম্প’ বলে সম্বোধন করেন। এর পাশাপাশি ন্যাটো সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ‘পুতিন’ বলে সম্বোধন করে বসেন বাইডেন। এমন মরশুমে তিনি নির্বাচনে প্রার্থী হতে অনড়।
জানা যাচ্ছে, এই পরিস্থিতিতে বাইডেনকে ডেমোক্র্যাট সমর্থকরা নির্বাচনী লড়াই থেকে সরে যাওয়ার জন্য চাপ দিচ্ছেন। জানা যাচ্ছে বাইডেন সমর্থিত পলিটিকাল অ্যাকশন কমিটি ‘ফিউচার ফরোয়ার্ড ‘-কে ডেমোক্র্যাট সমর্থকরা জানিয়েছেন বাইডেন যদি নির্বাচনী লড়াই থেকে সরে না দাঁড়ান তবে তারা ৯০ মিলিয়ন ডলার অনুদান আটকে দেবেন।
Joe Biden looks like he was about to kiss the wrong woman and then Jill Biden came running to his rescue.
This is going from bad to worse. pic.twitter.com/475I6bRW5H
— Paul A. Szypula 🇺🇸 (@Bubblebathgirl) March 18, 2024
এদিকে বাইডেনের স্বাস্থ্য স্বাভাবিক রয়েছে কিনা তা নিয়েও জোর জল্পনা চলছে। কারণ কিছুদিন আগে হোয়াইট হাউসে এসেছিলেন পার্কিনসন রোগ বিশেষজ্ঞ। সেখানে তিনি বাইডেনের ব্যক্তিগত চিকিৎসক ডঃ কেভিন ও’কনরের সঙ্গে কথা বলেন। সেখানে তাদের মধ্যে কী কথা হয় জানা না গেলেও রিপোর্ট প্রকাশ্যে আসতে জল্পনা শুরু হয়েছে। তবে কি বাইডেনের পার্কিনসন হয়েছে? যদিও তা জানা যায়নি।