নিয়োগপত্র পাওয়ার পরেও কাজে না যোগ দেওয়ায় ১৪৩ জন বুথ লেভেল অফিসারকে সাসপেন্ডের নির্দেশ দিল নির্বাচন কমিশন। আগামিকাল দুপুর পর্যন্ত সময়সীমা।

বুথ লেভেল অফিসারদের নিয়ে কঠোর অবস্থানে নির্বাচন কমিশন। নিয়োগপত্র পাওয়ার পরেও যারা বুথ লেভেল অফিসার (BLO) হিসেবে কাজে যোগ দিচ্ছেন না বা নিয়োগপত্র নিচ্ছেন না, তাদের অবিলম্বে সাসপেন্ড করার নির্দেশ জারি হয়েছে।

বুধবার দুপুর ৩:৪৫ থেকে জেলাশাসক ও ইআরও (ERO)-দের নিয়ে অনুষ্ঠিত এসআইআর (Special Intensive Revision) প্রশিক্ষণ বৈঠকে এই কড়া নির্দেশ দেন কমিশনের আধিকারিকরা। বৈঠকে জানানো হয়েছে, আগামিকাল দুপুর বারোটা পর্যন্ত সময়সীমা দেওয়া হয়েছে। তার মধ্যে যারা যোগ দেবেন না, তাদের স্থগিতাদেশের ব্যবস্থা নিতে বলা হয়েছে।

খবর
SIR: চাঁচলে জীবিত ব্যক্তিকে ‘মৃত’ দেখিয়ে ভোটার তালিকা থেকে বাদ
সূত্র অনুযায়ী, রাজ্যের মুর্শিদাবাদ, উত্তর কলকাতা ও কোচবিহার—এই তিন জেলায় এখনো ১৪৩ জন বুথ লেভেল অফিসার যোগ দেননি। এদের অধিকাংশই শিক্ষক-শিক্ষিকা। তাই কমিশনের নির্দেশ, দায়িত্ব পালনে অনীহা দেখালে কড়া প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে।
খবর
EPIC বদলালে SIR-এ কীভাবে অনলাইন/অফলাইন এনুমারেশন ফর্ম পূরণ করবেন?
বিশেষভাবে উল্লেখ্য, আগামী ৪ নভেম্বর থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু করবেন বুথ লেভেল অফিসাররা। সেই প্রস্তুতির ঠিক আগেই এই নির্দেশে নড়েচড়ে বসেছে প্রশাসন।
খবর
SIR: ২০০২ সালের ভোটার তালিকায় বাবা-মায়ের নাম নেই? কী করবেন
#ElectionCommission #BLO #WestBengal #SIR2025 #Suspension #VoterList #NewsUpdate #DigitalNews #BreakingNews
