স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’-র দ্বিতীয় সিজনে অভিনয় করছেন অভিনেত্রী তিয়াসা লেপচা। প্রথম সিজনের গল্প শেষ হলেও দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে নতুন কাহিনিতে নতুনভাবেই ফিরেছে সিরিয়ালটি। পুরনো দলের মধ্যে শুধুমাত্র স্বস্তিকা ঘোষ রয়েছেন, আর নতুন সিজনে দেখা যাচ্ছে রাহুল মজুমদার, স্বস্তিকা ও তিয়াসাকে। নতুন গল্প শুরু হওয়ার পর থেকেই ধারাবাহিকটি টিআরপি তালিকায় বেশ ভালোই পারফর্ম করছে।
এই নতুন সিজনের টানটান উত্তেজনার মাঝে শ্যুটিং সেটে ঘটে গেল বড়সড় বিপত্তি। চিত্রনাট্য অনুযায়ী একটি দৃশ্যে তিয়াসাকে লোহার বড় একটি ফুলদানি ছুঁড়ে ফেলতে হতো। সেই দৃশ্যেই ঘটে বিপদ। ফুলদানিটি সোজা গিয়ে এসে লাগে অভিনেত্রীর হাঁটুতে। মুহূর্তের মধ্যেই হাঁটু কেটে রক্ত বেরোতে শুরু করে।
আনন্দবাজার সংবাদের কাছে তিয়াসা জানান,
“একটা বড় দুর্ঘটনা ঘটতে পারত। ফুলদানি ছুঁড়তে গিয়ে সেটা হাঁটুতে এসে লাগে। অনেকটা রক্ত বের হয়। তৎক্ষণাৎ ইনজেকশন নিতে হয়।”

যদিও বর্তমানে অভিনেত্রী অনেকটাই সুস্থ। কাজেও ফিরেছেন, তবে সাবধানে চলাফেরা করছেন। তিয়াসার কথায়, হাঁটুর ব্যথা কিছুটা আছে, কিন্তু কাজ করতে অসুবিধা হচ্ছে না।
টেলিভিশন জগতে তিয়াসার যাত্রা শুরু হয় ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকের ‘শ্যামা’ চরিত্রের মাধ্যমে। তাঁর অভিনয় বেশ প্রশংসিত হয়েছিল। বিনোদন জগতে আসার ক্ষেত্রে তাঁর প্রাক্তন স্বামী সুবান রায়ের সাহায্য ছিল—এ কথা অভিনেত্রী নিজেই স্বীকার করেন। বিয়ের পরই অভিনয়ে পা রাখা তিয়াসার ব্যক্তিগত জীবন নিয়ে অনেক বিতর্কও তৈরি হয়েছিল। ডিভোর্সের পর তাঁকে ঘিরে নানা কটাক্ষ ছোড়া হলেও তিনি সোজাসাপ্টা জবাব দিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন। এরপর তাঁর নাম যুক্ত হয় অভিনেতা সোহেল দত্তর সঙ্গে।

বর্তমানে ‘অনুরাগের ছোঁয়া’–র গল্পে নতুন মোড় এসেছে, আর তারই মাঝে ঘটে যাওয়া দুর্ঘটনা তিয়াসার অনুরাগীদের মধ্যে উদ্বেগ বাড়ালেও অভিনেত্রী জানিয়েছেন—তিনি ঠিক আছেন এবং আগের মতোই কাজ চালিয়ে যাচ্ছেন।
FAQ
1. তিয়াসা লেপচার দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে?
একটি দৃশ্যে লোহার ফুলদানি ছুঁড়তে গিয়ে তা হাঁটুতে লেগে যায়।
আরও পড়ুন
Sreemoyee-Kanchan: হোটেলের রুম থেকে চুম্বনরত ছবি পোস্ট শ্রীময়ীর, লিখলেন ভালোবাসা সীমা মানে না
2. তিনি কি গুরুতর আহত হয়েছেন?
খুব গুরুতর নয়, তবে হাঁটু কেটে রক্ত বেরিয়েছিল।
3. তিয়াসাকে কি চিকিৎসা নিতে হয়েছে?
হ্যাঁ, সঙ্গে সঙ্গে ইনজেকশন নিতে হয়।
4. এখন তিনি কেমন আছেন?
অনেকটাই সুস্থ, ব্যথা কিছুটা আছে।
5. শ্যুটিং কি বন্ধ রাখতে হয়েছে?
না, তিনি সাবধানে থাকলেও কাজ চালিয়ে যাচ্ছেন।
6. বর্তমান সিজনে কারা অভিনয় করছেন?
রাহুল মজুমদার, স্বস্তিকা ঘোষ ও তিয়াসা লেপচা।
7. পুরনো সিজনের কতজন অভিনেতা আছেন?
শুধুমাত্র স্বস্তিকা ঘোষ।
8. তিয়াসার প্রথম ধারাবাহিক কোনটি?
‘কৃষ্ণকলি’, যেখানে তিনি ‘শ্যামা’ চরিত্রে অভিনয় করেন।
9. তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে কেন আলোচনা হয়েছিল?
প্রাক্তন স্বামী সুবান রায়ের সঙ্গে ডিভোর্সের কারণে নানা কটাক্ষ আসে।
10. বর্তমানে তিয়াসার নাম কার সঙ্গে জড়িয়েছে?
অভিনেতা সোহেল দত্তর সঙ্গে।
#TiyasaLepcha
#AnuragerChoya
#BengaliTelevision
