বিতানের স্ত্রী সোহিনী তাঁদের ৩ বছরের পুত্রকে দেখিয়ে কাঁদতে কাঁদতে বললেন, “ওর চোখের সামনে ওর বাবাকে মেরেছে।”
বুধবার রাত ৮ নাগাদ কলকাতার দুই তরুণদের দেহ এসে পৌঁছায় নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দরে। বৈষ্ণবঘাটা পাটুলির বাসিন্দা বিতান অধিকারী ও বেহালার সখেরবাজারের বাসিন্দা সমীর গুহর দেহ এ এসে পৌঁছায়।
গত ৮ এপ্রিল বৈষ্ণবঘাটা পাটুলির বাসিন্দা বিতান অধিকারী তাঁর তিন বছরের পুত্র হৃদানকে নিয়ে কলকাতার বাড়িতে ফিরেছিলেন। এরপর গত ১৬ এপ্রিল তিন জনে বেড়াতে গিয়েছিলেন জম্মু-কাশ্মীর। মঙ্গলবার সকালে বিতানরা গিয়েছিলেন বৈসরন উপত্যকা পহেলগাঁওয়ে। মঙ্গলবার দুপুরেও সন্তান এবং স্ত্রীকে নিয়ে জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে হইহই করে ঘুরেছেন পাটুলির বিতান। এমনকি কথাও হয়েছিল পরিবারের সদস্যদের সঙ্গে। তখনও পর্যন্ত সবকিছু ঠিকঠাক ছিলো। হঠাৎ সব কেমন যেন হয়ে গেলে। তাঁদের চোখের সামনে রক্তাক্ত হয়ে গেল ভূস্বর্গ। সোহিনী চোখের সামনে দেখলেন জঙ্গিরা নিষ্ঠুর ভাবে গুলি করে মেরে ফেলল তাঁর স্বামী বিতানকে। বুধবার সন্ধ্যায় তাঁর দেহ ফিরেছে কলকাতায়। বিমানবন্দরে পৌঁছানোর পরে বিতানের স্ত্রী সোহিনী তাঁদের ৩ বছরের পুত্রকে দেখিয়ে কাঁদতে কাঁদতে বললেন, “ওর চোখের সামনে ওর বাবাকে মেরেছে।”
আরও পড়ুনপহেলগাঁও হত্যাকান্ড ঘটনার পরেরটা আরও নির্মম! হাড়হিম অভিজ্ঞতা পল্লবীর
*পহেলগাঁওয়ে হত্যাকান্ডের পর ৫টি কড়া পদক্ষেপ নিল ভারত
বেহালার সখেরবাজারের বাসিন্দা সমীর দিন কয়েক আগেই পরিবারকে নিয়ে কাশ্মীরে ঘুরতে গিয়েছিলেন। মঙ্গলবার কাশ্মীরের পহেলগাঁওয়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারী সমীরকে নির্বিচারের গুলি করে খুন করেছে জঙ্গিরা। মঙ্গলবার কাশ্মীরের বৈসরন উপত্যকা পহেলগাঁওয়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারী সমীরকে নির্বিচারের গুলি করে খুন করেছে জঙ্গিরা। বুধবারই বাড়িতে ফেরার কথা ছিল তাঁদের, ফিরলেনও । কিন্তু স্বামীকে কফিনবন্দি করে! ফিরতে হল তাঁর স্ত্রী শবরীকে।
আরও পড়ুন,পহেলগাঁওয়ে জঙ্গিহানায় মৃত পাটুলির যুবক বিতান, ৩ বছরের পুত্রকে নিয়ে কেঁদেই চলেছেন স্ত্রী