সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ঘটল পৃথিবীর সবচেয়ে বিশালাকৃতি বডিবিল্ডার ইলিয়া ইয়েফিমচিকের। মৃত্যুকালে তার বয়স ছিল মাত্র ৩৬ বছর। মৃত্যুর সময় তার কাছে ছিলেন তার স্ত্রী। হঠাৎ করেই বুক চেপে মাটিতে বসে পড়েন তিনি। সেইসময় তার কাছে উপস্থিত ছিলেন তার স্ত্রী অ্যানা। এরপর তিনি অ্যাম্বুলেন্সে ফোন করেন। এদিকে যতক্ষণ অ্যাম্বুলেন্স এসে পৌঁছোয় ততক্ষণ স্বামীর বুকের উপর চাপ দিতে থাকেন স্ত্রী অ্যানা। এরপর তাকে হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
কিন্তু তার শেষ রক্ষা হয়নি। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ইলিয়ার। গত ৬ই সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় বেলারুশের এই বডিবিল্ডারের। এই প্রসঙ্গে তার স্ত্রী অ্যানা সংবাদমাধ্যমকে জানান, “আমি সব সময় প্রার্থনা করে গিয়েছি, আশা করেছি ইলিয়া সুস্থ হয়ে উঠবে। আমি প্রতি দিন ওর পাশে ছিলাম। কিন্তু শেষরক্ষা হল না। চিকিৎসক আমাকে জানান যে, ওর মস্তিষ্কের মৃত্যু হয়েছে। এই কঠিন সময়ে যারা আমার পাশে ছিলেন, তাদের সকলকে ধন্যবাদ জানাই। এটা উপলব্ধি করলাম যে আমি এই পৃথিবীতে একা নই। অনেক মানুষ আমার পাশে এসে দাঁড়িয়েছেন।”
এদিকে ইলিয়ার এই অকালপ্রয়াণে তার পরিবার পরিজন থেকে তার অনুরাগীরা সকলে ভেঙে পড়েছেন। বডিবিল্ডার হয়েও কখনও পেশাদার প্রতিযোগী হিসেবে কোথাও অংশ নিতে দেখা যায়নি ইলিয়াকে। মূলত সমাজমাধ্যমকে কেন্দ্র করে তিনি জনপ্রিয় হয়ে ওঠেন। সেখানে তিনি তার নানান শরীরী কসরতের ভিডিও পোস্ট করতেন যা ভাইরাল হতো নিমেষেই। আর এর জন্য তার অনুরাগীরা তার নাম দিয়েছিলেন, ‘দ্য মিউট্যান্ট’।
বিভিন্ন সংবাদমাধ্যমের খবর থেকে জানা গিয়েছে, ইলিয়া প্রতিদিন ৬ বার খাবার খেতেন। প্রতিদিন তাকে ১৬,৫০০ ক্যালোরি খাবার খেতে হতো। আর এই কারণে তার প্রতিদিনের খাদ্যতালিকায় থাকত আড়াই কিলোগ্রাম মাংস ও ১০৮টি সুশি। একসময় ইলিয়ার ওজন ছিল মাত্র ৭০ কিলোগ্রাম। ধীরে ধীরে শরীরী কসরতের মাধ্যমে তিনি তার ওজন বাড়ান ১৫০ কিলোগ্রামে। তার উচ্চতা ৬ ফুট ১ ইঞ্চি।
এর পাশাপাশি তার ছাতির মাপ ছিল ৬১ ইঞ্চি ও হাতির মাপ ২৫ ইঞ্চি। একসময় ইলিয়ার কাছে ডাম্বল তোলা বা ভারী ভারী মুগুর ভাঁজা অনেক দূরের বিষয় ছিল। পরবর্তীকালে তিনি অভিনেতা তথা বডিবিল্ডার আর্নল্ড সোয়ার্ৎজ়েনেগার এবং সিলভেস্টার স্ট্যালোনের দ্বারা অনুপ্রাণিত হন এবং বডি বিল্ডিং করার প্রতি তার ঝোঁক বাড়ে। ধীরে ধীরে নিজেকে নানান শরীরী কসরতের মাধ্যমে পরিবর্তন করতে শুরু করেন।
আরও পড়ুন,
*লাভের থেকে লোকসান বেশি, দীপঙ্করের সাথে সম্পর্ক নিয়ে বেফাঁস দোলন