পরনে তার চেরি রঙের গাউন। আলতো করে দেওয়ালে হাত দিয়ে জানলার বাইরে তাকিয়ে রয়েছেন তিনি। আর তারই ছবি তুলছেন সামনের ফটোগ্রাফার। এমন একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। তবে ছবিটি স্পষ্ট নয়, বরং একটু ঘোলাটে ভাব রয়েছে। তবে অনেকেই বলছেন এটি বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। কেউ কেউ বলছেন মাতৃত্বকালীন ফটোশ্যুটে ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
ছবিতে ক্যাটরিনার স্ফীতোদর উঁকি দিচ্ছে যা এই জল্পনাকে আরও তীব্র করেছে। বলিউড সূত্রে খবর, এটি একটি বিজ্ঞাপনী শ্যুটের ছবি। তবে অনেকেই মনে করছেন এটি অভিনেত্রীর অন্তঃসত্ত্বাকালীন ফটোশ্যুট। যদিও কিছু মাস ধরে বলি পাড়ায় গুঞ্জন ছড়িয়েছে অভিনেত্রী ক্যাটরিনা কাইফ অন্তঃসত্ত্বা। বেশ কিছুদিন ধরে তাকে প্রকাশ্যে দেখা যাচ্ছে না।
আরও পড়ুন,
জুবিন গর্গের প্রয়াণে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা অসম সরকারের
মহাকুম্ভের স্নান সেরে তিনি যে বেপাত্তা হয়েছেন তারপর আর তাকে ক্যামেরার সামনে আসতে দেখা যায়নি। অভিনেত্রীর এক ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, ক্যাটরিনার এখন অন্তঃসত্ত্বার অন্তিম পর্যায় চলছে। আগামী মাসের ১৫ থেকে ৩০ তারিখের মধ্যেই কৌশল পরিবারের নতুন সদস্য পৃথিবীতে ভূমিষ্ট হবে। যদিও এই বিষয় নিয়ে তারকা দম্পতি মুখে একেবারে কুলুপ এঁটেছেন।
Here she is, BTS new picture of Katrina kaif for what looks like an ad
byu/Naive_Cause8984 inBollyBlindsNGossip
যদিও সন্তান গর্ভে আসার পরেও সেই খবর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশ্যে আনেননি ভিকি ও ক্যাটরিনা। তবে গত জুলাই মাসে ক্যাটরিনা ও ভিকির একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে ঢিলেঢালা পোশাকে খুব সাবধানে বোটের সিঁড়ি বেয়ে উপরে উঠছেন ক্যাটরিনা। আর তাকে ধরে রয়েছেন ভিকি। অভিনেত্রীর মুখে মেকাপের লেশমাত্র নেই। আর এই ভিডিও জল্পনা উস্কে দেয়। তবে আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। তারপর আসতে চলেছে কৌশল পরিবারের সদস্য।
