ধর্মেন্দ্রের মৃত্যুর প্রভাব রাম চরণ ও জাহ্নবীর কাজের উপর! শোকে স্তব্ধ বলিউড

বলিউড কিংবদন্তি ধর্মেন্দ্র আর নেই। সোমবার দুপুরে নিজের মুম্বইয়ের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান এই তারকা। বয়স হয়েছিল প্রায় ৯০ বছর। গত কয়েকদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। তাঁর প্রয়াণের খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে বলিপাড়ায়। টিনসেল টাউনের কাজকর্ম যেন থমকে যায় মুহূর্তে।

ধর্মেন্দ্রর বিদায়ে সরাসরি প্রভাব পড়েছে রাম চরণ ও জাহ্নবী কপূরের কাজের উপরও। তাঁদের নতুন ছবির বিশেষ ঘোষণা সোমবার বিকেলে হওয়ার কথা ছিল। কিন্তু তাঁর আকস্মিক মৃত্যুসংবাদ সামনে আসতেই নির্মাতারা সেই ঘোষণা স্থগিত রাখেন।

প্রযোজনা সংস্থার তরফে এক বিবৃতিতে জানানো হয়—
“আমরা ধর্মেন্দ্রজির মৃত্যুতে গভীরভাবে শোকাহত। তিনি যে অধ্যায় তৈরি করেছিলেন, সেই জায়গা কেউ দখল করতে পারেনি কখনও। তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে আজকের নির্ধারিত ঘোষণা স্থগিত রাখা হলো। তাঁর পরিবারের প্রতি আমাদের সমবেদনা রইল।”

‘পেড্ডি’ ছবির কাজ আপাতত থমকে

যে ঘোষণাটি স্থগিত রাখা হয়েছে, তা ছিল দক্ষিণী পরিচালক বুচি বাবু সানা পরিচালিত ছবি ‘পেড্ডি’–র বড় আপডেট।
এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন রাম চরণ। সঙ্গে আছেন শিব রাজকুমার, জগপথি বাবু এবং বলিউডের অভিনেতা দিব্যেন্দু শর্মা। ছবির সঙ্গীত পরিচালনায় রয়েছেন এআর রহমান। আগামী বছর ২৭ মার্চ মুক্তি পাওয়ার কথা এই ছবির।

রাম চরণ ও জাহ্নবীর ব্যস্ত শিডিউল থাকা সত্ত্বেও, ধর্মেন্দ্রর প্রয়াণের প্রতি সম্মান জানিয়ে নির্মাতারা প্রচারমূলক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রেখেছেন।

প্রয়াণে শোকবার্তা প্রধানমন্ত্রীর

ধর্মেন্দ্রর মৃত্যুতে দেশের সর্বস্তরে শোকের ছায়া। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ বহু বিশিষ্টজন সামাজিক মাধ্যমে শোকপ্রকাশ করেছেন।
মুম্বইয়ের ‘পবনহংস’ শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয়েছে সোমবার সন্ধ্যাতেই।

আরও পড়ুন

সানি-ববির মতো নয়, গ্ল্যামার দুনিয়া এড়িয়ে ধর্মেন্দ্রর প্রথম পক্ষের দুই কন্যা কারা?
সানি-ববির মতো নয়, গ্ল্যামার দুনিয়া এড়িয়ে ধর্মেন্দ্রর প্রথম পক্ষের দুই কন্যা কারা?

বলিউডের ‘হি-ম্যান’ কে হারাল ভারত

‘শোলে’ থেকে ‘ধর্ম-ভীর’, ‘চুপকে চুপকে’— একের পর এক সুপারহিট ছবির মধ্য দিয়ে ভারতীয় সিনেমাকে সমৃদ্ধ করেছেন ধর্মেন্দ্র। তাঁর প্রয়াণে বলিউড হারাল এক অমূল্য সম্পদ। শিল্পী মহল বলছে, তাঁর মতো ব্যক্তিত্ব আর কোনওদিন তৈরি হবে না।

আরও পড়ুন

20251124 201851
‘ধর্মেন্দ্রের মৃত্যুতে টাকা পোড়াতে চাই’ অভিনেতার অনুরাগীরা শ্মশানের বাইরে তুললেন কোন দাবি?

মুম্বইয়ের টিনসেল টাউন আজও শোকে স্তব্ধ। পর্দার ‘হি-ম্যান’–এর বিদায়ে যেন থমকে আছে পুরো শিল্পমহল।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক