কেন্দ্রীয় বাহিনী সঙ্গে নিয়ে হানা দিলো সিবিআই! সন্দীপ ছাড়াও আরও কার কার বাড়িতে সাত-সকাল চললো তল্লাশি?

20240825 223358 48pZOtdB6N

রবিবারের সকালে এক অন্য ছবি দেখলো গোটা বাংলা। এদিন রবিবার সকালে নিজাম প্যালেস থেকে সিবিআই-এর বেশ কয়েকটি দল তদন্তের উদ্দেশ্যে বের হয়। আর এরপর দেখা যায় তারা শহর ও জেলার ১৫টি জায়গায় হানা দেয়। রবিবার সকাল থেকেই একেবারে তৎপরতার সঙ্গে কাজে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী দল। বেলেঘাটা থেকে টালা এবং অপরদিকে কেষ্টপুর থেকে হাওড়া একাধিক জায়গায় হানা দেয় সিবিআই।

সিবিআই-এর সঙ্গে এদিন ছিল কেন্দ্রীয় বাহিনী। এর আগে নিয়োগ দুর্নীতির মামলায় এভাবে একযোগে একাধিক জায়গায় হানা দিতে দেখা গিয়েছিল সিবিআই-কে। এদিন রবিবার যেনো সেই একই ছবি দেখা গেলো টেলিভিশনের পর্দায়। এদিন সিবিআই-এর একটি দল আর জি কর মেডিকেল হাসপাতালের সদ্য প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে হানা দেয়।

সিবিআই-এর অফিসারেরা ৬টা ৪৫ নাগাদ পৌঁছে গেলেও তারা সন্দীপের বাড়িতে ঢুকতে পারেননি। এরপর সকাল ৮টা ৬মিনিটে দরজা খোলেন সন্দীপ ঘোষ। ততক্ষণ বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা গিয়েছে সিবিআই-এর আধিকারিকদের। সন্দীপ ঘোষ দরজা খোলার পরই তার বাড়িতে প্রবেশ করেন সিবিআই-এর আধিকারিকরা।

তবে এর পাশাপাশি আরও একাধিক জায়গায় তদন্ত করতে পৌঁছে গিয়েছে সিবিআই। আর জি কর মেডিকেল হাসপাতালের প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠের এন্টালির বাড়িতে হানা দেয় সিবিআই। হাওড়ায় বিপ্লব সিংহ-এর বাড়িতে পৌঁছে গিয়েছে সিবিআই। জানা যাচ্ছে বিপ্লব আর জি কর হাসপাতালে চিকিৎসা সামগ্রী সরবরাহ করতেন।

কেষ্টপুরে দেবাশীষ সোম নামক এক ব্যক্তির বাড়ি হাজির হয় সিবিআই-এর একটি দল। দেবাশীষ আর জি কর হাসপাতালের ফরেন্সিক মেডিসিন বিভাগের ডেমনস্ট্রেটর। জানা গিয়েছে, দেবাশীষ সোম আর জি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ। এর পাশাপাশি বেলগাছিয়ায় জেকে ঘোষ রোডে এক ক্যাফের মালিকের বাড়িতে হানা দিয়েছে সিবিআই। টালা অঞলে আরেক ব্যবসায়ী চন্দন লৌহ-এর বাড়িতেও হানা দিয়েছে সিবিআই।

আরও পড়ুন,
*‘অন্ধকার রাস্তায় পুরুষের থেকে ভূতের মুখোমুখি হওয়া নারীর পক্ষে নিরাপদ’! আর.জি কর কাণ্ডের প্রতিবাদে টুইঙ্কল