খুব শীঘ্রই দ্বিতীয়বারের জন্য বাবা হতে চলেছেন জনপ্রিয় তারকা ক্রিকেটার বিরাট কোহলি! সম্প্রতি এই তথ্য দিয়েছেন আরেক তারকা ক্রিকেটার তথা বিরাটের বন্ধু এবি ডেভিলিয়ার্স। বেশ কিছু সময় ধরে জল্পনা চলছে যে হয়তো দ্বিতীয় সন্তানের বাবা-মা হতে চলেছেন বিরাট এবং অনুষ্কা। তবে এই বিষয়ে নিশ্চিত করে কিছু শোনা যায়নি।
অন্যদিকে কিছুদিন আগেই চলতি টেস্ট সিরিজ ছেড়ে বাড়ি ফিরেছেন বিরাট। এই বিষয়ে তিনি জানিয়েছেন পরিবারকে সময় দেওয়ার জন্যই তিনি মাঝপথে বাড়ি ফিরে গিয়েছেন। তাই নিয়ে এবার কথা বলতে দেখা গিয়েছে এবি ডেভিলিয়ার্সকে। সম্প্রতি তার ইউটিউব চ্যানেলে একটি প্রশ্নোত্তর পর্বে এই তথ্য দিয়েছেন তিনি।
আরও পড়ুন,
*রুপোলী পর্দা থেকে এবার রাজনীতির ময়দানে থালাপতি বিজয়, জানালেন দলের নাম
*Dadagiri 10: ‘ময়শ্চারাইজার,তারপর কনসিলার, কনট্যুর..’, খুদে বিউটিশিয়ানের কথা শুনে ‘থ’ সৌরভ! কী সিদ্ধান্ত নিলেন দাদা?
যেখানে তিনি বলেন, ‘আমি একটা কথাই বলবো যে ও একদম ঠিক করেছে। নিজের পরিবারের সাথে সময় কাটাচ্ছে বলেই ও সিরিজে নেই। যদিও আমি পাকাপাকিভাবে কিছু বলছি না। তবে আমি এটাই চাই ও খুব শীঘ্রই মাঠে ফিরে আসুক। ওকে আমি প্রশ্ন করেছিলাম যে ও কেমন আছে? উত্তরে ও বলেছে ভালো আছে এবং নিজের পরিবারকে সময় দিচ্ছে।’
এরপরেই তাকে বলতে শোনা যায়, ‘হ্যাঁ এটা সত্যি যে খুব শীঘ্রই ও বাবা হতে চলেছে। ওর দ্বিতীয় সন্তান আসতে চলেছে পৃথিবীতে। ফলে এই মুহূর্তে ওর পরিবারের পাশে থাকাটাই সবথেকে বড়ো দায়িত্ব। নিজের কর্ম এবং বিবেকের কাছে সৎ না হলে জীবনের পথ হারিয়ে ফেলবেন। আর সকলের কাছে পরিবারই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ।’
উল্লেখযোগ্য, বর্তমানে বিরাট এবং অনুষ্কার কন্যা সন্তান রয়েছে। তবে কিছুদিন ধরে দর্শকমহলে জল্পনা চলছিল যে তাদের দ্বিতীয় সন্তান আসতে চলেছে খুব শীঘ্রই। যদিও সেই বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি তারা। তবে এবার এবি ডেভিলিয়ার্স’এর কথায় সবটাই স্পষ্ট হয়ে গেলো।
আরও পড়ুন,
*Lal Krishna Advani: ভারতরত্নে সম্মানিত হতে চলেছেন লালকৃষ্ণ আদবাণী, ঘোষণা প্রধানমন্ত্রীর
*Ananta Jalil Troll: নিজেকে ‘বাংলাদেশের জেমস্ বন্ড’ বলে ট্রোলিং-এর শিকার অভিনেতা অনন্ত জলিল