চলতি মাসে মুক্তি পেয়েছে জনপ্রিয় ওয়েবসিরিজ ‘মির্জাপুর’এর তৃতীয় সিজন। আর মুক্তি পেতেই রাতারাতি জাতীয় ক্রাশে পরিণত হয়েছেন সেখানকার এক অভিনেত্রী নেহার সরগম। সালোনি বৌদির চরিত্রে অভিনয় করছেন তিনি। আজ আমরা এই অভিনেত্রী সম্পর্কে বিস্তারিত জানবো এই প্রতিবেদনে।
বিহারের পাটনায় ১৯৮৮ সালের ৪ঠা মার্চ জন্মগ্রহণ করেন নেহা। সেখান থেকে পড়াশোনা শেষ করেন তিনি। স্নাতক ডিগ্রি অর্জনের পর তিনি বিজ্ঞাপন এবং মার্কেটিংয়ে এমবিএ করেন। যদিও প্রথমদিকে তিনি অংশগ্রহণ করেছিলেন একটি গানের রিয়্যালিটি শো’তে। তার দাদু ছিলেন পাটনার জনপ্রিয় সংগীতশিল্পী।
সেখান থেকেই শাস্ত্রীয় সংগীত নিয়ে চর্চা শুরু হয়। এরপর একটি রিয়্যালিটি শো’তে অডিশন দেওয়ার পর প্রথম রাউন্ড পার হলেও, দ্বিতীয় রাউন্ড পার হতে পারেননি তিনি। তবে তার সেই গানের অডিশনের দ্বারাই অভিনয়ের সুযোগ পান তিনি। ২০১০ সালে ‘চাঁদ ছুপা বাদল মে’ নামের একটি হিন্দি ধারাবাহিকে মুখ্যচরিত্রে অভিনয় করেন।
এরপর কাজ করেছেন একাধিক ধারাবাহিকে। ২০১২ সালে ‘রামায়ণ: সবকে জীবন কা আধার’ নামের ধারাবাহিকে সীতার চরিত্রে অভিনয়ের সময় সহ-অভিনেতার প্রেমে পড়েন তিনি। ধারাবাহিকে লক্ষণের চরিত্রে অভিনয় করেছিলেন নীল ভট্ট। তার সাথে সম্পর্কে জড়ান তিনি। কয়েক বছর সে সম্পর্ক চলার পর তাদের বিচ্ছেদ হয়ে যায়।
এরপর বহু ধারাবাহিকে কাজ করেছেন তিনি। ২০২০ সালে ওয়েব সিরিজের দুনিয়ায় পা রাখেন ‘মির্জাপুর’এর মাধ্যমে। বলি অভিনেতা বিজয় বর্মার বিপরীতে কাজ পান এই সিরিজে। প্রথম দুই সিরিজে খুব একটা নজরে না পড়লেও তৃতীয় সিজনে তার চরিত্র অনেকটাই প্রসারিত হয়। সেখানে বিজয়ের সাথে ঘনিষ্ট দৃশ্যেও অভিনয় করেছেন তিনি। তাকে ‘মির্জাপুর ৩’এ দেখার পর তার অনুগামীর সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে।
আরও পড়ুন,
*মহালয়ায় দেবী দুর্গা রূপে ধরা দেবেন কোয়েল মল্লিক, দেখা যাবে কোন চ্যানেলে?