‘ধুরন্ধর’-এর প্রথম ঝলক প্রকাশ্যে আসতেই আমজনতা থেকে ইন্ডাস্ট্রি—সব জায়গায় শুরু হয়েছে তুমুল আলোচনা। রণবীর সিংহ থেকে অর্জুন রামপাল—প্রত্যেককে দেখা গিয়েছে নজরকাড়া নতুন লুকে। কিন্তু সবচেয়ে বেশি জল্পনা তৈরি করেছে রণবীর সিংহ ও মাত্র ২০ বছরের নায়িকা সারা অর্জুনকে জুটি করে পর্দার রসায়ন।
ঝলকে দেখা মিলতেই প্রশ্ন তুলেছেন নিন্দকেরা—“হাঁটুর বয়সি নায়িকার সঙ্গে জুটি করা কি বলিউডের নয়া ট্রেন্ড?” বয়স-তফাতে কটাক্ষের শিকার হয়েছেন রণবীরও। তাঁর বয়স ৪০, আর সারার বয়স মাত্র ২০। এই বিতর্ক নিয়েই ঝলক-মুক্তির অনুষ্ঠানে মুখ খুললেন অভিনেতা।
“সারা প্রকাণ্ড চরিত্র”—রণবীরের দৃঢ় বক্তব্য
রণবীর সিংহের মতে, বয়স কোনোদিনই প্রতিভার মাপকাঠি হতে পারে না। সারার প্রসঙ্গে তিনি বলেন,
“এই ছবিতে সারা প্রকাণ্ড চরিত্র। কিছু মানুষ বাচ্চা হলেও প্রকাণ্ড হয়।”
তুলনা টেনে রণবীর আরও বলেন, সারা তাঁকে মনে করিয়ে দেয় হলিউড অভিনেত্রী ডাকোটা ফ্যানিং-কে—অল্প বয়সেই উজ্জ্বল প্রতিভার দ্যুতি।
নায়িকার প্রশংসা করতে গিয়ে রণবীরের ভাষায়,
“ও যেন এটা করার জন্যই জন্মেছে। ওর অভিনয় দেখে মনে হবে, এর আগে ৫০টি ছবিতে কাজ করেছে। অসাধারণ অভিনেতাদের সঙ্গে আমি কাজ করেছি, সারা তাঁদের মধ্যেই একজন।”
এমনকি সারার অভিনয় নৈপুণ্য তাঁর নিজের পারফরম্যান্সকেও নতুন আলোয় দেখিয়েছে—এ কথাও অকপটে স্বীকার করেন রণবীর।
ক্যারিয়ারের শুরুতেই সাড়া ফেলেছেন সারা
শিশুশিল্পী হিসেবেই দক্ষিণী ইন্ডাস্ট্রিতে পরিচিতি পেয়েছিলেন সারা অর্জুন। সময়ের সঙ্গে পরিণত অভিনেত্রী হিসেবে নিজেকে প্রমাণ করেছেন তিনি। ‘সিক্রেট সুপারস্টার’, ‘থালাইভি’, ‘লভ হস্টেল’ ও ‘ব্ল্যাক ফ্রাইডে’–র মতো সিনেমায় তাঁর অভিনয় ইতিমধ্যেই দর্শক ও সমালোচকদের নজর কেড়েছে।
জয় অর্জুনের কন্যা সারা শুধু বংশগৌরব নয়, নিজের দক্ষতাতেই জায়গা করে নিয়েছেন নতুন প্রজন্মের প্রতিভাবান অভিনেত্রীদের তালিকায়।
বিতর্ক থামাবেন ‘ধুরন্ধর’?
ঝলক প্রকাশের পর থেকেই বয়স-বিতর্কে শোরগোল থামছে না। কিন্তু রণবীর নিশ্চিত—যখন ছবি মুক্তি পাবে, সারা অর্জুনের অভিনয়ই সব প্রশ্ন থামিয়ে দেবে। বয়স নয়, প্রতিভাই দেখাবে আসল পথ।
এখন অপেক্ষা ‘ধুরন্ধর’ মুক্তির, যেখানে দেখা যাবে এই অনন্য জুটির পর্দা-কেমিস্ট্রি কতটা মাতিয়ে দিতে পারে দর্শককে।
আরও পড়ুন
জুবিন গর্গের জন্মদিনে গুয়াহাটি জুড়ে আবেগঘন উদযাপন
FAQ
১. রণবীর সিংহ ও সারা অর্জুনকে নিয়ে বিতর্ক কেন?
রণবীরের বয়স ৪০ এবং সারা অর্জুনের বয়স মাত্র ২০। এই বয়সের ব্যবধান দেখে অনেকেই কটাক্ষ করেছেন যে বলিউডে “হাঁটুর বয়সি নায়িকার সঙ্গে জুটি” করার প্রবণতা নাকি বাড়ছে।
২. বয়স-বিতর্কে রণবীর সিংহ কী বলেছেন?
রণবীর বলেন, বয়স নয়, প্রতিভাই আসল। সারাকে তিনি “প্রকাণ্ড চরিত্র” বলে বর্ণনা করে জানান—সারা বাচ্চা হলেও অসাধারণ পরিপক্ব অভিনয়শক্তি রাখে।
৩. রণবীর কেন সারা অর্জুনকে ডাকোটা ফ্যানিং-এর সঙ্গে তুলনা করলেন?
রণবীরের মতে, ডাকোটা ফ্যানিংয়ের মতোই সারা অল্প বয়সেই চমৎকার পরিপক্বতার পরিচয় দিয়েছে। তাঁর অভিনয় দেখে মনে হয়, বয়সের তুলনায় অনেক বেশি অভিজ্ঞ তিনি।
৪. সারা অর্জুনের চলচ্চিত্র-পরিচিতি কী?
সারা দক্ষিণী ইন্ডাস্ট্রিতে শিশুশিল্পী হিসাবে জনপ্রিয় ছিলেন। পরে ‘সিক্রেট সুপারস্টার’, ‘থালাইভি’, ‘লভ হস্টেল’ ও ‘ব্ল্যাক ফ্রাইডে’-র মতো গুরুত্বপূর্ণ হিন্দি ছবিতেও অভিনয় করেছেন।
৫. ‘ধুরন্ধর’ ছবিতে রণবীর-সারার রসায়ন নিয়ে দর্শকের প্রতিক্রিয়া কী?
ঝলক প্রকাশের পর দর্শকদের মধ্যে উত্তেজনা বাড়ছে। অনেকে রসায়ন দেখে প্রশংসা করছেন, আবার বয়স-তফাৎ নিয়ে সমালোচনাও হচ্ছে। রণবীরের মতে, ছবিটি মুক্তি পেলেই সারার অভিনয় সব বিতর্ক থামিয়ে দেবে।
