চিরাচরিত প্রথা ভুলে এবার বৌমাষষ্ঠী করা হলো জনপ্রিয় টলিউড অভিনেত্রী কৌশানী মুখার্জির! সম্প্রতি সেই দৃশ্য উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। এবার হয়তো আপনি ভাবছেন তাহলে কি গোপনে বিয়ের পিঁড়িতে বসেছেন কৌশানী? যেহেতু তার শাশুড়ি মা বৌমাষষ্ঠী পালন করছেন।
তবে এই বিষয়টি সম্পূর্ণ আলাদা। তার বৌমাষষ্ঠী পালন করা হয়েছে রিয়্যালিটি শো’এর মঞ্চে। আমরা সকলেই জানি বহু সময় ধরে বাঙালি শাশুড়ি মায়েরা মেয়ে-জামাইয়ের মঙ্গল কামনায় জামাইষষ্ঠী পালন করে আসছেন। বিভিন্ন নিয়মকানুন এবং খাবারদাবার তৈরি করে জামাইকে আশীর্বাদ করেন শাশুড়ি মায়েরা।
তবে এই নিয়ম দেখার পর অনেক বৌমা দাবী করেন জামাইদের মতোন বৌমাদেরও জন্য বৌমাষষ্ঠী করার। ইতিমধ্যেই একাধিক জায়গায় সেরকম দৃশ্য দেখা গিয়েছে। তবে এবার নেহাতই মজার চলে কৌশানীর বৌমাষষ্ঠী করা হলো ‘ড্যান্স বাংলা ড্যান্স’এর মঞ্চে।
আসলে এখানে যেসব তারকারা রয়েছেন তারা নানান সময় খুনসুটিতে মেতে ওঠেন। সেরকমই এক তারকা হলেন অঙ্কুশ হাজরা। তিনি কোনো সুযোগই ছাড়েন না কৌশানীর পেছনে লাগার। এদিন যে ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা যায় খাবারের থালা সাজিয়ে দেওয়া হয়েছে কৌশানীর সামনে।
আর বিশাল আকারের একটি পাখা দিয়ে হাওয়া করছেন অঙ্কুশ। আসলে শাশুড়িরা যেরকম জামাইকে হাওয়া করেন, সেরকমই অঙ্কুশকেও দেখা গিয়েছে কৌশানীর গায়ে হাওয়া দিতে। যে বিষয়টি উঠে আসতে হেসে লুটোপুটি খাচ্ছেন দর্শকেরা। এই বিষয়টা দেখার পর বেশ মজা পেয়েছেন সকলে।