৯ই আগস্ট শুক্রবার আর জি কর হাসপাতালের সেমিনার হল থেকে উদ্ধার হয়েছে পোস্ট গ্রাজুয়েট মেডিকেল পড়ুয়ার দেহ। ময়নাতদন্তের পর দেহে একাধিক আঘাতের চিহ্ন মিলেছে। ইঙ্গিত পাওয়া গিয়েছে ধর্ষণ করে খুনের। মৃতার পরিবারের তরফ থেকেও ধর্ষণ করে খুনের অভিযোগ তোলা হয়েছে। ঘটনায় উত্তাল হয়ে উঠেছে রাজ্যবাসী।
সেই বিষয়ে এবার মুখ খুলেছেন অভিনেত্রী দেবলীনা দত্ত। এই ঘটনায় তার ওপর কতটা প্রভাব পড়েছে তাই প্রকাশ করেছেন তিনি। লিখেছেন, ‘আজ সারারাত জেগে আছি কিছুতেই ঘুমাতে পারছিনা। ঘৃণা হচ্ছে, লজ্জাবোধ করছে। তিনি একজন ডাক্তার এ,কজন মহিলা। সবথেকে বড় কথা আমাদের রাজ্যের কন্যা।’
“অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমি আবারও শব্দটায় জোর দিচ্ছি–‘দৃষ্টান্তমূলক’ শাস্তি। শুনছি, দেহ নাকি পাওয়া গিয়েছে হাসপাতালেরই সেমিনার হলে। যতদূর জানি, সেমিনার হলে বাইরের কারো প্রবেশাধিকার থাকে না। তা হলে ধরে নিতেই হবে হাসপাতালের ভিতরের লোকজন এটা করেছে!”
‘এখন প্রশ্ন একটাই ঠিক কোথায় নিরাপত্তা আছে? আমার বাড়িতে? আমি যে এই মুহূর্তে আমার বাড়িতে, আমার বেডরুমে বসে আছি এতো রাতে, এটাও কি নিরাপদ আশ্রয়?নাহ্, নিরাপদ নয়। ভয়ে কাঁটা হয়েছে শঙ্কা প্রকাশ করছি, যে কেউ আমার বাড়িতে ঢুকে যা খুশি করে চলে যেতে পারে। বারবার মনে হচ্ছে, প্রত্যেকটা ক্রিমিনালকে বাঁচানোর জন্য কেউ না কেউ, কোথাও না-কোথাও উপস্থিত এই রাজ্যে।’
এক কথায় বলতে গেলে তিনি ভীষণ ভয় পেয়েছেন এই ঘটনায়। পাশাপাশি কঠোর শাস্তি চেয়েছেন অপরাধীদের জন্য। উল্লেখযোগ্য, এই ঘটনা ঘটার পর মেয়েটির বাবা-মাকে ফোন করে বলা হয়েছে তিনি আত্মঘাতী হয়েছেন। এমনকি তারা যখন মেয়েকে দেখতে এসেছিলেন তাদেরকে দেহ দেখতে দেওয়া হয়নি। অন্ধকারে সরিয়ে নেওয়ার চেষ্টা হয়েছে।
আরও পড়ুন,
*খাবারের থালা নিয়ে এগিয়ে আসছেন অক্ষয়, কুর্নিশ নেটপাড়ার