পূজার আগে এই ভাবে গৃহ সজ্জিত করলে সকলের দৃষ্টিবিভ্রম হবে, শুধু মাত্র লক্ষ রাখুন এই ক্ষুদ্র ইঙ্গিতের দিকে

kmc 20241001 214931 baA1LIhN9Q

১ বছর পার করে দেবী দুর্গার আগমন হতে চলেছে। আর কদিন বাদেই মহালয়া, আর তার এক সপ্তাহ বাদে ষষ্ঠী। স্বাভাবিকভাবে এখন লোকজনদের মধ্যে পূজো নিয়ে ব্যস্ততা দেখা যাবে। কেউ ঘর মুছে পরিষ্কার করে ফেলছে, শেষের দিকে আবার কেউ কেনাকাটার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। এই বিবরণী থেকে জানবেন আপনি কম কেনাকাটা করে অর্থাৎ কম খরচে কিভাবে আপনার গৃহ সজ্জিত করে তুলতে পারবেন সুন্দরভাবে। প্রয়োজনীয় জিনিস ছাড়া গৃহে আর অন্য কিছু রাখবেন না, যে সমস্ত জিনিস গৃহে একেবারেই দরকার নেই, ওইগুলি গৃহ থেকে পুজোর আগেই ফেলে দিন। শিশুদের খেলনা একটি জায়গায় সাজিয়ে রাখবেন তাহলে গৃহ দেখতে পরিষ্কার পরিচ্ছন্ন লাগবে।

কৃত্তিম ফুল দিয়ে সজ্জিত করুন:- ফুল বা তাজা ফুল, গৃহ সজ্জিত করার জন্য ফুলের থেকে সুন্দর আর কিছুই হতে পারে না। ঘরের একটি কোনায় তাজা ফুল রাখলে ঘরের সৌন্দর্য বৃদ্ধি পাবে, ও আপনার হৃদয় ও হয়ে উঠবে উৎফুল্ল।

গৃহের ভিতর বৃক্ষ:- বর্তমানে এখনকার বাড়িগুলি বড় বড় জায়গা নিয়ে ছোট ছোট ফ্ল্যাট তৈরি করছে।তাই বাগানের বদলে এখন সবার এক চিনতে দাওয়াতেই গাছের যত্ন নিতে ব্যস্ত হয়ে পড়েছে সকলে। গৃহ সজ্জিত করার জন্য তাই অনেক রংবেরঙের টব কিনে আনুন বাজার থেকে। গৃহের কোনায় সবুজ এলোভেরা গাছ বা মানিপ্লান্ট সজ্জিত করে রাখুন, এর জন্য আপনার গৃহে সৌন্দর্য বৃদ্ধি পাবে।

ব্যবহার করুন এয়ার ফ্রেশনের:- অনেক সময় দেখা যায় ঘর বন্ধ থাকলে খারাপ গন্ধ বেরোয় যার জন্য আত্মীয়দের সামনে আপনি অপদস্ত করে দিতে পারে। গৃহের খারাপ গন্ধ থেকে মুক্তি পাওয়ার জন্য এয়ারফ্রেশনার ব্যবহার করুন। এয়ার ফ্রেশনার ব্যবহার করলে গৃহ থেকে যেমন সুগন্ধি বেরোয় তেমনি আপনি আত্মীয় স্বজনদের সামনে অপদস্ত হতে হবে না।

প্লেটিং রাখুন:- শপিং মল থেকে বেশি দামের প্লেটিং না কিনে যদি নিজের হাতে অঙ্কন করে দেয়ালে রাখতে পারেন তাহলে তার সম্মান আলাদা হয়। তাছাড়াও ঘরের দেয়ালে বিভিন্ন রকম নকশাও করতে পারেন, তাতেও আপনার গৃহকে খুব মনোহর দেখতে লাগবে। তাছাড়াও ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস দিয়ে নৈপুণ্য তৈরি করে ও দেয়ালে টাঙিয়ে দিতে পারবেন।