পুজোয় মুক্তি পেতে চলেছে দেব ও ইধিকা অভিনীত ছবি ‘রঘু ডাকাত’। ইতিমধ্যে ছবির প্রচার শুরু হয়ে গিয়েছে জোরকদমে। এবারের প্রচারের পন্থা তাদের অন্যরকম। ‘রঘু ডাকাত’ টিম এবার বাংলার কোনায় কোনায় পৌঁছে যাবে। আর এভাবেই ছবির প্রচার করবেন কলাকুশলীরা। বর্তমানে উত্তরবঙ্গ সফরে গিয়েছে ‘রঘু ডাকাত’ টিম। শনিবার মালদায় প্রচার শেষ করার পর টিম ‘রঘু ডাকাত’ শিলিগুড়ি পৌঁছে গিয়েছে।
আর সেখানে পৌঁছে সেবক কালীবাড়িতে পুজো দিলেন তারা। দেব, ইধিকা, সোহিনী, ওম সকলকে দেখা গিয়েছে পুজো দিতে। ইতিমধ্যে সেই ছবি ভাইরাল হয়ে গিয়েছে। পুজোর দিন দেব, ইধিকা ও ওম সাহানির পরনে ছিল কালো পোশাক। অপরদিকে সোহিনী পরেছিলেন লাল রঙের শাড়ি ও কালো ব্লাউজ। পুজো দেওয়ার সময় সোহিনী ও ইধিকার মাঝে বসেছিলেন দেব। পুজো দেওয়ার পর পুজোর ফুল, প্রসাদ নিলেন তারা। কপালে সিঁদুরের তিলক আঁকতেও ভুললেন না। দেবকে মন্দিরের পুরোহিত উত্তরীয় পরিয়ে দেন।
আরও পড়ুন,
১৭ নাকি ১৮ সেপ্টেম্বর, কবে বিশ্বকর্মা পুজো? কী বলছে পঞ্জিকা? জানুন পুজোর সঠিক তারিখ ও নিয়ম
এবার ছবির প্রচার শুরু হয়েছে মালদা থেকে। ‘রঘু ডাকাত’ ছবিটি মুক্তি পাচ্ছে পুজোয়। এর পাশাপাশি ছবিটি প্রযোজনা করেছে SVF ও দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স। ছবির গানের ঝলক এবার দর্শকদের সামনে রেখেই মুক্তি পাবে। তার পাশাপাশি রূপোলী পর্দার কলাকুশলীদের সামনে থেকে দেখার সুযোগ পাবেন দর্শকেরা। আর তারই প্রচার পর্ব শুরু হয়েছে উত্তরবঙ্গ থেকে। ইতিমধ্যে ছবির একটি গান মুক্তি পেয়েছে।
দেব তার ছবি মুক্তির আগে পুজো দেন। এর আগে ‘ধূমকেতু’ মুক্তি পাওয়ার সময় শুভশ্রী গাঙ্গুলি ও দেব দু’জনেই নৈহাটির বড়মার মন্দিরে পুজো দিয়েছিলেন। আর তারপর ছবিটি বক্স অফিসে বিশাল লাভের মুখ দেখেছে। তার আগে ‘খাদান’ মুক্তির সময় দেব ও ইধিকা গিয়েছিলেন বড়মার মন্দিরে পুজো দিতে। এবারও তার অন্যথা হলনা। মালদায় দেবকে দেখার জন্য অনুরাগীদের উন্মাদনা ছিল তুঙ্গে। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ‘রঘু ডাকাত’-এর ট্রেলার মুক্তি পেতে চলেছে। আর তার জন্য প্রস্তুতি তুঙ্গে।