Dev-Rukmini: ‘আমি ছিলাম, আছি, থাকবো’, প্রেমিকার মায়ের উদ্দেশ্যে হঠাৎ এমন বার্তা কেন দিলেন দেব? জানুন

Dev-Rukmini: সম্প্রতি এবার রুক্মিণী মৈত্রর(Rukmini) নতুন সিনেমা ‘হাঁটি হাঁটি পা পা’এর প্রিমিয়ারে এসে অভিনেত্রীর মায়ের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিতে দেখা গেল তার প্রেমিক তথা অভিনেতা দেবকে (Dev)। যে ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। এদিন সবাই মিলে ‘হাঁটি হাঁটি পা পা’এর প্রিমিয়ার দেখতে পৌঁছেছিলেন সিনেমা হলে।

অভিনেত্রীর মা, অন্যান্য আত্মীয়-সহ পৌঁছেছিলেন প্রেমিক দেবও। সিনেমার শেষে দু’জনকে আলিঙ্গন করতেও দেখা যায়। এমনকি চোখে জল চলে আসে সকলের। কারণ, এই সিনেমাটি বেশ আবেগপূর্ণ হয়েছে বলে জানা গিয়েছে। সম্প্রতি যে ভিডিওটি দেখা যায় সেখানে বেশ খুনসুটিপূর্ণ মন্তব্য করতে দেখা গিয়েছে দেবকে।

তিনি প্রেমিকার মায়ের উদ্দেশ্যে বলেন, ‘আরেকটা পাপাকে পেয়েছে এমনি, সিনেমাতেই তোমার চাপ নেই নিশ্চিন্ত থাকো। আমি ভুলিয়ে দেবো। চাপ নিও না। আমি আছি, ছিলাম থাকবো।’ আসলে এই সিনেমায় অভিনেত্রীর বাবার ভূমিকায় দেখা গিয়েছে চিরঞ্জিত চক্রবর্তীকে।

তবে এই বিষয়ে তার মা’কে চিন্তা করতে বারণ করেছেন তিনি। নেহাতই মজার ছলে এই কথা বলেছেন দেব। তবে এই বিষয়টি বেশ পছন্দ করেছেন সকলে। এমনকি তাতা সহমতপোষণ করে চিরঞ্জিত বলেন, ‘এই কথাটা বেশ ভালো। ছিলাম, থাকবো।’ যা শুনে হেসে ফেলেন উপস্থিত দর্শকেরা।

আরও পড়ুন
Subhasree-Yuvaan: দেখতে দেখতে ছেলে কত্ত বড়ো হয়ে গিয়েছে, আবেগপ্রবণ অভিনেত্রী শুভশ্রী

উল্লেখ্য, এই সিনেমায় বাবা ও মেয়ের মান-অভিমান, খুনসুটি ও দায়িত্ব-কর্তব্যের দৃশ্য ফুটে উঠেছে। এক নিঃসঙ্গ বাবা শেষ বয়সে এসে নিজের সঙ্গী খুঁজে নেন। তবে তা মোটেই মেনে নিতে পারে না একমাত্র কন্যা। এভাবে দু’জনের মধ্যে কীভাবে সম্পর্কের টানাপোড়েন চলে সেই কাহিনী বলেছে সিনেমাটি।

আরও পড়ুন
কাছের মানুষকে হারিয়ে ভেঙে পড়লেন দেবলীনা কুমার, ‘পরের জন্মে আবার…’, কাকুমণির স্মৃতিতে আবেগঘন বার্তা নায়িকার

#Dev #Rukmini #Hatihatipapa

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক