মাত্র ১০ মিনিটের মধ্যেই ‘ধূমকেতু’ সিনেমা সংক্রান্ত ইভেন্টের টিকিট শেষ! সম্প্রতি সেই সুখবর নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে জানালেন দেব। হয়তো অনেকেই জানেন দীর্ঘ নয় বছর পর মুক্তি পেতে চলেছে শুভশ্রী এবং দেব অভিনীত শেষ সিনেমা ‘ধূমকেতু’। ফলস্বরূপ সেটি বেশ উত্তেজনা তৈরি করেছে ভক্তমহলে।
পোস্টার, টিজার লঞ্চ হওয়ার পর থেকেই দর্শকেরা রীতিমতো মুখিয়ে রয়েছেন ট্রেলার লঞ্চের জন্য। আগামী ৩ তারিখ নজরুল মঞ্চে সিনেমার ট্রেলার লঞ্চ হবে। তার আগে উপলব্ধ হয়েছিল টিকিট। জানা গিয়েছে মাত্র ১০ মিনিটের মধ্যেই প্রথম ফেজের টিকিট বিক্রি হয়ে গিয়েছে।
এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন দেব। যেখানে দেখা যায় আনমনে সিঁড়ির ওপরে বসে রয়েছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘শ্যুটিংয়ের ব্যস্ততম দিনে যখন তোমার টিমের লোক ফোন করে বলে ধূমকেতুর আগামী ইভেন্টের টিকিট কয়েক মিনিটেই শেষ হয়ে গিয়েছে। ধন্যবাদ।’
আসলে এই খবর শোনার পর বেশ আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন অভিনেতা। কারণ, যে সিনেমা এতো বছর পর পর্দায় আসতে চলেছে সেই সিনেমাকে ইতিমধ্যেই প্রচুর ভালোবাসা দিতে শুরু করেছেন দর্শকেরা। একজন অভিনেতার জন্য এর থেকে বড়ো পাওনা আর কিছু হয় না। ঠিক তেমনটাই হয়েছে দেবের ক্ষেত্রেও।
অন্যদিকে শুভশ্রীও এই সুখবর পোস্ট করেছেন তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। এতো ভালোবাসা দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। উল্লেখযোগ্য, নয় বছর আগে এই সিনেমার শ্যুটিং সম্পন্ন হয়েছে। তবে সেটি কবে মুক্তি পাবে এই নিয়ে কেউই স্পষ্ট করে কিছু জানাননি। অবশেষে সেই শুভ দিন হাজির হয়েছে।