‘ধূমকেতু দেখার পর কেউ দেব-শুভশ্রীকে মনে রাখবে না!’..বিস্ফোরক অভিনেতা

‘ধূমকেতু’ দেখার পর কেউ আর দেব-শুভশ্রীকে মনে রাখবেন না! সম্প্রতি এমনটাই জানিয়েছেন অভিনেতা দেব। যা শোনার পর হয়তো অনেকেই চমকে যাবেন। তবে আসল বিষয়টি শুনলে কিন্তু বেশ ভালোই লাগবে। আসলে ‘ধূমকেতু’ নিয়ে ভীষণই উন্মাদনা তৈরি হয়েছে ভক্তদের মনে।

কারণ,এই জুটিকে বরাবর পছন্দ করতেন দর্শকেরা। তবে হঠাৎ করে সবকিছুর পরিবর্তন হয়ে যায়। দু’জনের পথ ভিন্ন হয়ে যায় এবং একসাথে আর কোনো কাজেই দেখা যায়নি তাদের। তবে ভাগ্যের কিন্তু অন্যরকম পরিকল্পনা ছিল। কারণ, তাদের শেষ অভিনীত সিনেমা ফের এক জায়গায় নিয়ে এসেছে এই দু’জনকে।

আরও পড়ুন,
‘ধূমকেতু’ জ্বরে কাবু দর্শক, তারই মাঝে দর্শকদের উদ্দেশ্যে বিশেষ আর্জি জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন দেব, কী জানালেন তিনি?

১০ বছর পর মুক্তি পেতে চলেছে তাদের শেষ অভিনীত সিনেমা ‘ধূমকেতু’। যেখানে অন্য ধরনের একটি প্রেম কাহিনী দেখতে পাবেন দর্শকেরা। দেশপ্রেম, আত্মত্যাগ, প্রেম সবমিলিয়ে টানটান উত্তেজনা রয়েছে সিনেমাটিতে। ইতিমধ্যে একাধিক সাক্ষাৎকারে এই বিষয়ে কথা বলতে দেখা গিয়েছে দেবকে। সম্প্রতি সেরকমই একটি ভিডিও উঠে এসেছে।

আরও পড়ুন,
নৈহাটি বড়মা’র মন্দিরে একসাথে দেব-শুভশ্রী! প্রিয় জুটির ঝলক দেখার আশায় রাস্তায় ভক্তের ঢল

যেখানে তিনি বলেন, ‘ধূমকেতু নিয়ে আমরা প্রচুর পরিশ্রম করেছি। ২০১৪ সালে এই সিনেমাটি শ্যুট করা হয়। যখন বাংলা সিনেমায় কেউ প্রস্থেটিক মেকআপের কথা ভাবতেও পারেনি। তখন আমরা সেটির ব্যবহার করেছিলাম। দেব-শুভশ্রীকে বাদ দিন। যদি আপনারা সিনেমাটির গল্প দেখেন তাহলে দুর্দান্ত লাগবে। ধূমকেতু দেখার পর দেব-শুভশ্রীকে ভুলে যাবেন সকলে।’

আসলে তিনি বলতে চেয়েছেন হয়তো অনেকেই ভাবতে পারেন দেব-শুভশ্রীর জন্যই এই সিনেমাটি নিয়ে উন্মাদনা রয়েছে সকলের মনে। তবে সিনেমাটির গল্প কিন্তু এই জুটির উত্তেজনাকে টেক্কা দিতে পারে। অন্যদিকে জানা গিয়েছে এই সিনেমার কোনো প্রিমিয়ার হবে না। একেবারে হলে গিয়ে সেটি দেখতে হবে সকলকে।

error: Content is protected !!