নৈহাটি বড়মা’র মন্দিরে একসাথে দেব-শুভশ্রী! প্রিয় জুটির ঝলক দেখার আশায় রাস্তায় ভক্তের ঢল

আগামীকাল মুক্তি পেতে চলেছে দেব-শুভশ্রীর বহু প্রতীক্ষিত সিনেমা ‘ধূমকেতু’। তারই সাফল্য কামনায় নৈহাটি বড়মা’র মন্দিরে পুজো দিতে পৌঁছলেন এই তারকা জুটি। আমরা সকলেই জানি বর্তমানে নতুন কোনো সিনেমা মুক্তি পাওয়ার আগে নৈহাটি বড়মা’র মন্দিরে আশীর্বাদ নিতে পৌঁছে যান তারকারা।

ব্যতিক্রম হলো না তাদের ক্ষেত্রেও। এদিন দু’জনকেই লাল পোশাকে দেখা গিয়েছে। মায়ের সামনে বসে আশীর্বাদ প্রার্থনা করেছেন তারা। সমস্ত নিয়ম মেনে পুজোও করেছেন। আর এদিন প্রিয় তারকাদের দেখার জন্য রাস্তায় ভীড় ছিল চোখে পড়ার মতোন। হাজার হাজার মানুষ পৌঁছে গিয়েছিলেন তাদের এক ঝলক দেখার জন্য।

পুজো দিয়ে বেরিয়ে সকালের উদ্দেশ্যে হাত নাড়তে দেখা যায় এই দু’জনকে। সম্প্রতি সেই ভিডিও উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। সকল মান-অভিমান, বিবাদ ভুলে যে তারা একসাথে সিনেমার প্রচার করছেন এই বিষয়টির বেশ প্রশংসা করেছেন দর্শকেরা। যা আদর্শ পেশাদার মানুষের পরিচয় দেয়।

উল্লেখযোগ্য, তাদের সম্পর্ক ভাঙার আগে শেষবার একসঙ্গে অভিনয় করেছিলেন ‘ধূমকেতু’ সিনেমায়। যদিও সেটির মুক্তি পাওয়া নিয়ে সংশয় ছিল। এমনকি এই বিষয়ে সঠিক ধারণা দিতে পারেননি নির্মাতারাও। অবশেষে সকলের যৌথ উদ্যোগে সেটি মুক্তি পেতে চলেছে ১৪ই আগস্ট।

এর আগে দু’জন আলাদা আলাদাভাবে সিনেমার প্রচার করছিলেন। তবে সিনেমার ট্রেলার লঞ্চের দিন একসঙ্গে দেখা যায় দেব-শুভশ্রীকে। ফের পুরনো ছন্দে ফিরে যান এই দুই তারকা। ইতিমধ্যে দর্শকেরা যে প্রকার উন্মাদনা দেখিয়েছেন তার দ্বারা স্পষ্ট হয়েছে সিনেমাটি ব্লকবাস্টার হিট হতে চলেছে।

error: Content is protected !!