মাঝেমধ্যেই তিনি বিভিন্ন রূপে এসে চমকে দেন সকলকে। আর এবার হয়ে উঠলেন সকলের প্রিয় সান্তাক্লজ! কী অবাক হচ্ছেন তো? ভাবছেন কার সম্পর্কে কথা বলা হচ্ছে? তিনি আর কেউ নন তিনি সকলের প্রিয় ‘ক্যাপ্টেন কুল’ মহেন্দ্র সিং ধোনি।
আমরা সকলেই জানি আমাদের প্রত্যেকের বাড়িতেই একজন সান্তাক্লজ রয়েছেন, যিনি হলেন আমাদের বাবা। সেরকমই তিনি তার পরিবারের জন্য সান্তাক্লজ, এমনই বার্তা তুলে ধরতে চেয়েছেন সকলের সামনে। সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি পোস্ট করেছেন তার স্ত্রী সাক্ষী।
যেখানে দেখা যাচ্ছে ধোনি সান্তাক্লজের সাজে কখনো একগুচ্ছ উপহার নিয়ে বসে রয়েছেন, আবার কখনো জড়িয়ে ধরে রয়েছেন নিজের একমাত্র কন্যা জিভাকে। শুধু তাই নয় পরিবারের অন্যান্য সদস্যদের সাথেও তাকে দেখা গিয়েছে। প্রথম দেখায় তাকে কেউ চিনতেই পারবেন না যে তিনি সকলের প্রিয় মাহি।
এই ছবি প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে গিয়েছে ঝড়ের গতিতে। সকলেই বলছেন ক্রিকেটের দিক দিয়ে তিনি আমাদের সকলের জন্যই সান্তাক্লজ। এছাড়াও অনেকের মতে মাহি পারেন না এমন কোনো কাজ নেই, এই যেমন এবার সান্তাক্লজ হয়ে চমকে দিলেন ভক্তদের।
এছাড়াও অন্যান্য প্রশংসাসূচক মন্তব্যে ভরিয়ে তুলেছেন নেটিজেনরা। উল্লেখযোগ্য বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মাহি। শুধুমাত্র আইপিএলে খেলতে দেখা যায় তাকে। কারণ, তিনি পরিবারের সাথে সময় কাটাতে চান। এতোদিন পর্যন্ত প্রচুর জনপ্রিয়তা লাভ করেছেন ক্রিকেটের মাঠে। এখন তিনি সময় দিচ্ছেন তার পরিবারকে।