‘বৃন্দাবন বিলাসিনী’-তে ফিরছেন দীপান্বিতা! কৃষ–রুক্মিণীর বিয়েতে বিস্ফোরক মোড়

বেশ কয়েকদিন ধরেই টেলিপাড়ায় কানাঘুষো চলছিল—ছোটপর্দায় নাকি ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী দীপান্বিতা রক্ষিত। অবশেষে সেই জল্পনাই সত্যি। ‘খুকুমণি হোম ডেলিভারি’-র নায়িকা খুব শিগগির দেখা দেবেন সান বাংলার অন্যতম জনপ্রিয় সিরিয়াল ‘বৃন্দাবন বিলাসিনী’-র এক বিশেষ ট্র্যাক-এ। চলতি সময়ে ধারাবাহিকের গল্পে জমে উঠেছে উত্তেজনা, কারণ এগিয়ে আসছে কৃষ-এর বিয়ে। আর সেই বিয়ের অনুষ্ঠানে বিশেষ উপস্থিতি রাখবেন দীপান্বিতা। থাকবে নাচ-গান, উৎসবের আবহ আর চমকে দেওয়ার মতো টুইস্ট।

দীপান্বিতা নিজেও উচ্ছ্বসিত। অভিনেত্রীর কথায়, “বৃন্দাবন বিলাসিনী পরিবারে এই প্রথম এলাম। দারুন হৈচৈ করে শুটিং করেছি। পুরনো অনেক লোকজনের সঙ্গে দেখা হল। খুব মজা করে শুটিং করেছি আমরা।” শুধু বিশেষ উপস্থিতিই নয়, তাঁর আগমনে কাহিনির গতিপথেও নাকি বদল আসবে।

বর্তমানে সিরিয়ালে বিনুর চরিত্রে অভিনয় করছেন সুদীপ্তা রায়, আর তাঁর বিপরীতে রয়েছেন রাহুল গঙ্গোপাধ্যায়। কৃষ্ণভক্ত বিনুকে নিয়েই এই গল্প ঘুরপাক খায়। মোহিনীর চাপে বিনুকে আশ্রমে পাঠানো হলেও, কৃষের বিয়ের আগে তাঁকে ফের এক শর্তে বাড়িতে আনা হয়—তিনি থাকবেন একজন পরিচারিকার মতো। ঘরের সব কাজ সামলেও মনখারাপ লুকোতে পারেন না বিনু। অন্যদিকে কৃষও বোঝেন, মায়ের জোরাজুরিতে বিয়েতে সম্মতি দিলেও তাঁর হৃদয়ের জায়গা শুধু বিনুর জন্যই।

বিয়ের আগের সকল অনুষ্ঠান—সঙ্গীত, মেহেন্দি, গায়ে হলুদ—প্রতিটি জায়গায়ই ভাগ্যের খেলায় বারবার মুখোমুখি হয় কৃষ ও বিনু। রুক্মিণী যতই চেষ্টা করুন, কৃষের মন তিনি জিততে পারেন না। সম্পর্ক আরও বেশি জটিল হয়ে ওঠে।

এদিকে সবচেয়ে নাটকীয় দৃশ্যটি ঘটে বিয়ের মণ্ডপে। সিঁদুরদানের মুহূর্ত ঘনিয়ে এলে, হতাশ হয়ে বিনু ঈশ্বরের কাছে প্রার্থনা করেন কৃষের মঙ্গল কামনায়। ঠিক সেই সময় কৃষের বাবা এসে হাজির। মোহিনীর সামনে দাঁড়িয়ে তিনি ঘোষণা করেন—এই বিয়ে তিনি হতে দেবেন না! কারণ, তিনি ইতিমধ্যেই মোহিনীর আচরণের জন্য নিজের জীবন ধ্বংস হতে দেখেছেন। তাই ছেলে কৃষের জীবনে আর কোনও অনিষ্ট হতে দিতে চান না।

সবচেয়ে বড় বিস্ফোরক তথ্য—কৃষ এবং বিনুর ডিভোর্সের কাগজ নেই। অর্থাৎ আইনগতভাবে এখনো বিনুই কৃষের স্ত্রী! ফলে রুক্মিণীর সঙ্গে বিয়ে হওয়া অসম্ভব।

আরও পড়ুন
Dev: ‘প্রজাপতি ২’-এর উড়ান! স্টাইল স্টেটমেন্টে বাজিমাত অভিনেতার, নতুন লুকে মুগ্ধ নেটপাড়া

এরপর কী ঘটবে? সত্যিই কি ভেস্তে যাবে কৃষ–রুক্মিণীর সম্পর্ক? বিনু কি নতুন করে জায়গা পাবে কৃষের জীবনে? আর দীপান্বিতার এন্ট্রি কোন নতুন ঝড় তুলবে গল্পে?

আরও পড়ুন
Smriti-Palash: অবশেষে বিয়ে নিয়ে নীরবতা ভাঙলেন পলাশ, সম্পর্কের ভবিষ্যৎ কী? জানুন

এই সমস্ত প্রশ্নের উত্তর উঠে আসবে ধারাবাহিকের আসন্ন এপিসোডে। ভক্তদের উত্তেজনা তুঙ্গে, কারণ ‘বৃন্দাবন বিলাসিনী’-র গল্প এখন টেলিপাড়ার সবচেয়ে আলোচিত ট্র্যাক।

আরও পড়ুন
Subhasree: ‘লহ গৌরাঙ্গের নাম রে’-এর প্রচারে শুভশ্রীর রাজকীয় সাজ, সোনালী শাড়িতে ছড়ালেন লাবণ্য

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক