‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক ছেড়ে দেওয়ার পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে দিতিপ্রিয়া রায়। জনপ্রিয় এই অভিনেত্রীকে আকস্মিকভাবে ছাড়তে দেখে শো-এর অনুরাগীরা চমকে গিয়েছিলেন। আজও দর্শকদের একাংশ নতুন ‘অপর্ণা’ শিরিন পালকে জায়গা করে দিতে পারেননি মনে। ধারাবাহিক থেকে দিতিপ্রিয়ার প্রস্থান যেন সমস্ত বিতর্ককে আরও উস্কে দিয়েছে।
জীতু–দিতিপ্রিয়ার মনোমালিন্য: বিতর্কের সূত্রপাত
কয়েক সপ্তাহ ধরে ‘চিরদিনই’ ধারাবাহিকের সেটে জীতু কমল ও দিতিপ্রিয়ার মধ্যে তৈরি হওয়া মনোমালিন্য চর্চার বিষয় হয়ে উঠেছিল। দু’জনেই সোশ্যাল মিডিয়ায় একে-অপরকে ঘিরে ইঙ্গিতপূর্ণ পোস্ট করে পরিস্থিতিকে আরও জটিল করেন।
ফলে ভক্তদের মধ্যে শুরু হয় বিভেদ— একদল দিতিপ্রিয়ার পাশে, অন্যদল জীতুর। এরপর শোনা যায়, জীতুর সঙ্গে কোনও শট দিতে রাজি নন দিতিপ্রিয়া। এমনকি তিনি ‘নো টাচ’ শর্তও জারি করেন বলে খবর।
প্রযোজনা সংস্থা দু’জনকে শান্ত করানোর চেষ্টা করলেও খামতি থাকে। এমন গুঞ্জনও ছড়ায় যে নির্মাতারা জীতুকে শো ছাড়াতে চান। কিন্তু দর্শকদের চাপের মুখে জীতুকে ফেরানো হয়। আর ঠিক সেখানেই বাঁধে বিপত্তি— ‘এনওসি’ জমা দিয়ে দিতিপ্রিয়া বিদায় নেন ধারাবাহিক থেকে।
নতুন অপর্ণা এসে গিয়েছেন শো-তে
দিতিপ্রিয়ার জায়গায় এখন দেখা যাচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, ঝাড়গ্রামের মেয়ে শিরিন পালকে। ইতিমধ্যেই তাঁর ও জীতুর যুগল দৃশ্য সম্প্রচারও হয়েছে। তবে দর্শকদের একাংশ এখনও মানিয়ে নিতে পারছেন না নতুন মুখকে।
দিতিপ্রিয়ার বর্তমান মানসিক অবস্থা ও পরিকল্পনা
ধারাবাহিক ছেড়ে দেওয়া নিয়ে প্রকাশ্যে কিছু বলতে না চাইলেও দিতিপ্রিয়া আনন্দবাজারকে জানিয়েছেন, তিনি আপাতত সবকিছুর বাইরে থাকতে চান। তাঁর কথায়,
“আগামী এক মাস নিজেকে সবকিছুর থেকে দূরে রাখতে চাই। ঘুরতে ভালোবাসি। ইচ্ছে আছে দূরে কোথাও যাওয়ার। এত জলঘোলা হয়েছে সোশ্যাল মিডিয়ায়, আপাতত জীবনটা ব্যক্তিগত থাক।”
ব্যক্তিগত সময় নেওয়ার সিদ্ধান্তই যেন এখন তাঁর কাছে সবচেয়ে জরুরি।
জীতুর ঘোষণা: আর নয় ছোটপর্দা!
অন্যদিকে, বিতর্ক থামার আগেই জীতুও নিলেন বড় সিদ্ধান্ত। সম্প্রতি একটি ভিডিও বার্তায় তিনি জানান, ‘চিরদিনই তুমি যে আমার’ তাঁর ছোটপর্দায় শেষ কাজ। এরপর আর কোনও ধারাবাহিকে অভিনয় করবেন না তিনি।
জীতুর কথায়—
“আমার নামের পাশে ‘অভিনেতা’ লেখার সাহস দর্শকই দিয়েছেন। তাই তাঁদের জানাচ্ছি, এই ধারাবাহিক ছোটপর্দায় আমার শেষ কাজ।”
আরও পড়ুন
‘অর্ধনগ্ন হয়ে শুটিং, ভীষণ অস্বস্তি’— ‘বীরে দি ওয়েডিং’ নিয়ে বিস্ফোরক স্বরা ভাস্কর
শেষ কথা
একদিকে দিতিপ্রিয়ার বিদায়, অন্যদিকে জীতুর ছোটপর্দা ছাড়ার ঘোষণা— দুই তারকাকে ঘিরে টানা বিতর্কে উত্তাল সোশ্যাল মিডিয়া। দর্শকরাও বিভক্ত, কিন্তু সত্যি একটাই— বাংলা টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’ এখন এক নতুন অধ্যায়ে প্রবেশ করছে, আর পুরনো অধ্যায়কে ঘিরে আলোচনার শেষ নেই।
আরও পড়ুন
Mimi: কালো নেটের গাউনে উষ্ণতা বাড়িয়ে তুললেন মিমি! পোস্ট করলেন একগুচ্ছ ছবি