কল্কি ২৮৯৮ এডির সমালোচনা ইমন চক্রবর্তীর, রিভিউ দিতেই কটাক্ষের শিকার গায়িকা

kmc 20240723 073356 IKZ7mBP51m

অতীত ও বর্তমানের মিশেলে পুরাণ ও মহাভারতের গল্পকে একত্রিত করে তৈরি হয়েছে ‘কল্কি ২৮৯৮’। ছবিটি পরিচালনা করেছেন নাগ অশ্বিন। ছবিটি মুক্তি পাওয়ার পর বক্স অফিসে তুমুল ব্যবসা করেছে। বলা ভালো, ২০২৪ সালের সবথেকে বেশি ব্যবসা করা ছবি হতে চলেছে ‘কল্কি ২৮৯৮’।

ছবিটি দেখতে হলে ছুটছেন সকলে। এবার এই ছবি দেখে নিজের মতামত প্রকাশ্যে ব্যক্ত করলেন এক তারকা। আর তিনি হলেন জনপ্রিয় গায়িকা ইমন চক্রবর্তী। সিনেমা দেখে তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, “অনেকদিন পর সিনেমা হল থেকে হাফেরও কম দেখে বেরিয়ে এলাম।

সিনেমার নাম কল্কি ২৮৯৮ এডি”। স্বামী নীলাঞ্জন ঘোষকে নিয়ে সিনেমা দেখতে গিয়েছিলেন গায়িকা। আর সেই ছবি পুরো না দেখেই বেরিয়ে গিয়েছেন তিনি। তবে প্রকাশ্যে এমন বলার জন্য কটাক্ষের মুখে পড়তে হয়েছে তাকে। কটাক্ষের পর অবশেষে সেই পোস্ট মুছে দেন গায়িকা। ২১শে জুলাই রাতে ফেসবুকে এই পোস্ট করেছিলেন গায়িকা ইমন চক্রবর্তী।

একজন তার পোস্টে লেখেন, “আপনার সিনেমার রুচি তো খুবই খারাপ দেখছি”। আরেকজন লেখেন, “দ্বিতীয় হাফটাই বেশি সুন্দর। ওটা দেখলে প্রথম ভাগের খামতিগুলো আর চোখে পড়বে না”। এরপর আরেক ব্যক্তি লেখেন, “ধৈর্য ধরে পুরোটা দেখা উচিত ছিল। দ্বিতীয় ভাগেই খেলা জমেছিল।”

WhatsApp Image 2024 07 22 at 6.43.31 AM 17216325802752

তবে এই মরশুমের জনপ্রিয় ছবি হতে চলেছে ‘কল্কি ২৮৯৮’। ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে প্রভাস, দীপিকা পাড়ুকোন, অমিতাভ বচ্চন, কমল হাসান সহ একাধিক তারকাকে। ছবিটি হিন্দি ছাড়াও মুক্তি পেয়েছে তেলেগু, তামিল, কন্নড়, মালায়লাম ভাষাতে।