সপ্তাহের দ্বিতীয় কর্মব্যস্ত দিনে চরম ভোগান্তির মুখে পড়লেন পূর্ব রেলের হাজারো নিত্যযাত্রী। শনিবার সকাল থেকেই হাওড়া ডিভিশনে ব্যাপক ট্রেন বাতিল ও রুট পরিবর্তনের জেরে যাত্রীদের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, বর্ধমান–বোলপুর শাখার খানা জংশনে নন-ইন্টারলকিং (NI) কাজ চলার কারণে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে রেল কর্তৃপক্ষ। এই কাজের ফলে গুরুত্বপূর্ণ সিগন্যালিং ও পয়েন্ট-সুইচিং সিস্টেম সাময়িকভাবে বন্ধ থাকায় ট্রেন চলাচলে বড়সড় প্রভাব পড়েছে।
আজ একগাদা ট্রেন বাতিল
পূর্ব রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী আজ ৯ ডিসেম্বর বহু মেমু, লোকাল ও এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য—
* ১৩১৭৯ শিয়ালদা–সিউড়ি মেমু এক্সপ্রেস
* ১৩১৮০ সিউড়ি–শিয়ালদা মেমু এক্সপ্রেস
এ ছাড়াও বর্ধমান–আসানসোল রুটে চলা নিম্নলিখিত মেমু ও লোকাল ট্রেনগুলি বাতিল রাখা হয়েছে—
৬৩৫০৫, ৬৩৫০৬, ৬৩৫০৭, ৬৩৫০৮, ৬৩৫১১, ৬৩৫১২, ৬৩৫১৩, ৬৩৫১৪, ৬৩৫১৫, ৬৩৫১৬, ৬৩৫১৭, ৬৩৫১৮, ৬৩৫২১, ৬৩৫২২, ৬৩৫২৩, ৬৩৫২৪, ৬৩৫২৫, ৬৩৫২৬, ৬৩৫৪৯
আরও পড়ুন
ট্রেনে ইলেকট্রিক কেটলি ব্যবহার করলে শাস্তি! নুড্ল-ভিডিয়ো ভাইরালের পর রেলের কড়া সতর্কবার্তা
রামপুরহাট–বর্ধমান শাখার বাতিল ট্রেনগুলি—
৬৩০১১, ৬৩০১২, ৬৩৫৮১, ৬৩৫৮২, ৬৩৫৮৩, ৬৩৫৮৪, ৬৩০৬৯
এ ছাড়া আরও বাতিল—
৬৩৫৫০ অন্ডাল–বর্ধমান মেমু
৬৩৫৫২ আসানসোল–বর্ধমান মেমু
৬৩১৪১ শিয়ালদা–গোড্ডা মেমু
৬৩১৪২ গোড্ডা–শিয়ালদা মেমু
মোট ২৪টি লোকালসহ বিপুল সংখ্যক ট্রেন বাতিল হওয়ায় সকাল থেকেই হাওড়া, শিয়ালদা, বর্ধমান, আসানসোলসহ বিভিন্ন স্টেশনে তীব্র ভিড় দেখা যায়।
আরও পড়ুন
এবার প্রবীণ ও মহিলাদের লোয়ার বার্থ দেবে রেল, স্মার্ট সিস্টেমে বড় বদল
রুট পরিবর্তন (Diversion)
আজ ৩০টি ট্রেনের রুট বদল করা হয়েছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ ট্রেনগুলি—
১৩০১৭, ১৩০১৮, ১৩০২৮, ১৩১৫৩, ১৩১৫৪, ১৩১৬৩, ১৩১৬৪, ১৩০৫৪, ১৩০৫৩, ১৩১৬১, ১৩১৬২, ১২৩৪৫, ১২৩৪৬, ১৩১৪৭, ১৩১৪৮, ১২৩৪৩, ১৩১৪৯, ১২৩৭৭, ১২৩৭৮, ১৩১৭৩, ১৩০১৫, ১৩০১৬, ১৩১৮৭, ১৩১৮৮, ১২৩৪৭, ১২৩৪৮, ২২৩২১, ২২৩২২
এ ছাড়া আগামীকাল ১০ ডিসেম্বর
১৩০২৮ আজিমগঞ্জ–হাওড়া কবিগুরু এক্সপ্রেসের রুট ঘুরিয়ে দেওয়া হয়েছে—
আজিমগঞ্জ → কাটোয়া → ব্যান্ডেল → হাওড়া
আরও পড়ুন
BSNL-এর ১ টাকার ‘ফ্রিডম প্ল্যান’, মিলছে ৩০ দিনের আনলিমিটেড সুবিধা
যাত্রীদের জন্য সতর্কবার্তা
যেহেতু নন-ইন্টারলকিং কাজ কয়েকদিন চলবে, তাই যাত্রীদের আগেভাগে রেলের অ্যাপ ও অফিসিয়াল নোটিফিকেশন দেখে যাত্রা পরিকল্পনা করার পরামর্শ দেওয়া হয়েছে। আজকের পরিস্থিতির মতো আগামীকালও বেশ কিছু ট্রেনের সময়সূচি পরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।