রাঁচীর সিএ নরেশ কেজরীওয়ালের ৯০০ কোটি টাকার সম্পত্তি উদ্ধার, তিন রাজ্যে ইডির তল্লাশি

রাঁচীর এক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট নরেশ কুমার কেজরীওয়ালের বিরুদ্ধে আর্থিক অনিয়মের তদন্তে নেমে বিপুল সম্পত্তির খোঁজ পেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। মঙ্গলবার সকাল থেকেই রাঁচী, মুম্বই ও সুরতের একাধিক ঠিকানায় ইডির বেশ কয়েকটি দল সমান্তরালে তল্লাশি অভিযান শুরু করে। সূত্রের দাবি, তল্লাশি শুরুর পর নরেশের একটি বাসভবন থেকে ইতিমধ্যেই কয়েক কোটি টাকা নগদ উদ্ধার হয়েছে।

ইডি সূত্রের খবর, হাওয়ালা চক্রের মাধ্যমে ভারী অঙ্কের টাকা বিদেশে পাচার করতেন নরেশ কেজরীওয়াল। শুধু নিজের নামে নয়—পরিবারের সদস্যদের নামেও বিপুল পরিমাণ সম্পত্তি রয়েছে বলে জানা গিয়েছে। রাঁচী, মুম্বই এবং সুরতের পাশাপাশি বিদেশেও তাঁর বেনামি সম্পত্তির নেটওয়ার্ক ছড়িয়ে রয়েছে বলে তদন্তকারীরা সন্দেহ করছেন।

প্রাথমিক তদন্তে জানা যায়, নরেশ প্রায় ৯০০ কোটি টাকার অপ্রকাশিত সম্পত্তির মালিক। তার পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত, নাইজেরিয়া ও আমেরিকায় বেনামে একাধিক সম্পত্তির পরিচালনায় তাঁর যোগ রয়েছে। আরও জানা গিয়েছে, সাম্প্রতিক সময়ে প্রায় ১,৫০০ কোটি টাকার আন্তর্জাতিক লেনদেনের হদিস পেয়েছেন তদন্তকারীরা, যা সন্দেহের মাত্রা আরও বাড়িয়েছে।

ইডি কর্মকর্তাদের দাবি, এই তদন্ত কেবল আর্থিক তছরুপ নয়; বিদেশি মুদ্রা আইন (FEMA) লঙ্ঘন এবং সম্ভাব্য মানি লন্ডারিং-এর ছায়াও রয়েছে। নরেশের আয়বহির্ভূত সম্পত্তির অভিযোগটি প্রথমে আয়কর দফতর হাতে পেলেও পরে তা ইডির কাছে হস্তান্তর করা হয়। এ বছরের এপ্রিলে মহারাষ্ট্রের নন্দুরবাড় থানায় তাঁর বিরুদ্ধে মামলা রুজু হয়েছিল, যার পরেই তদন্তের গতি বাড়ে।

আরও পড়ুন
মঙ্গলবারে আবার কমলো সোনার দাম! দেশের বিভিন্ন শহরে ২২ ও ২৪ ক্যারেট সোনার নতুন মূল্য কত জানুন

ইডির লক্ষ্য এখন নরেশের বিদেশি সম্পত্তির বর্তমান বাজারমূল্য শনাক্ত করা, বিভিন্ন দেশে তাঁর আর্থিক লেনদেনের উৎস খুঁজে বের করা এবং সম্পূর্ণ নেটওয়ার্কটি উন্মোচন করা। সূত্রের মতে, জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে শীঘ্রই হেফাজতে নিতেও চাইছে কেন্দ্রীয় সংস্থা।

আরও পড়ুন
ধূমপায়ীদের জন্য খুবই খারাপ খবর! হাফ প্যাকেটের দামে মিলবে ১টি সিগারেট? কেন্দ্রের নতুন বিলে বিরাট চমক

মোটকথা, রাঁচীর এই সিএকে কেন্দ্র করে ভারত-বিদেশে ছড়িয়ে থাকা বহু স্তরের আর্থিক জালজালার সন্ধানে এগোচ্ছে তদন্ত। এই মামলায় আরও বহু চাঞ্চল্যকর তথ্য সামনে আসতে পারে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন
কলকাতায় অ্যাপ ক্যাব চালকের হাতে হেনস্থার শিকার সুদীপা চট্টোপাধ্যায়, কীভাবে শুরু হল সমস্যা?

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক