এলন মাস্কের ‘ভিনগ্রহী’ রসিকতা ফের ভাইরাল, গ্রিন কার্ডের ‘এলিয়েন রেজিস্ট্রেশন’ ট্যাগে মিমের বন্যা

বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি এবং স্পেসএক্স, টেসলা ও নিউরালিংকের প্রতিষ্ঠাতা এলন মাস্ক আবারও নেট দুনিয়ার আলোচনার কেন্দ্রে। কারণ—এক বছর আগের একটি রসিকতা। প্যারিসের প্রযুক্তি ইভেন্ট ভিভা টেক ২০২৪-এ করা মাস্কের মন্তব্য হঠাৎই সোশ্যাল মিডিয়ায় নতুন করে ভাইরাল হয়েছে, যেখানে তিনি নিজেকে ‘ভিনগ্রহী’ বলে দাবি করেছিলেন।
“আমি ভিনগ্রহী—কিন্তু কেউ বিশ্বাস করে না”< ভিভা টেকের একটি সেশনে মাস্ককে সরাসরি প্রশ্ন করা হয়েছিল—তার বহির্জাগতিক উৎপত্তি নিয়ে ছড়ানো গুজবের সত্যতা কতটা? জবাবে মাস্ক হাসতে হাসতেই বলেন, “আমি বারবার লোকেদের বলি যে আমি ভিনগ্রহী। কিন্তু কেউ বিশ্বাস করে না। আমার গ্রিন কার্ডে তো পরিষ্কার লেখা আছে—‘এলিয়েন রেজিস্ট্রেশন’। এটিই সরকারের পক্ষ থেকে প্রমাণ!” মাস্কের এই মন্তব্যকে কেন্দ্র করেই ভরে ওঠেছে ইন্টারনেট—মিম, কৌতুক, ফটো এডিট সহ নানা ধরনের কনটেন্টে। দাবি করা হচ্ছে—মাস্ক নাকি পৃথিবীর মানুষই নন, বরং কোনও উন্নত গ্রহের সভ্যতা থেকে এসেছেন!

কেন গ্রিন কার্ডে লেখা থাকে ‘এলিয়েন রেজিস্ট্রেশন’?

‘এলিয়েন রেজিস্ট্রেশন’ শব্দটি আসলে মার্কিন অভিবাসন ব্যবস্থার অংশ।
মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস ও কাজ করার অনুমতিপত্র হিসেবে যে গ্রিন কার্ড দেওয়া হয়, সেটি আনুষ্ঠানিকভাবে Alien Registration Card নামেও পরিচিত।
সুতরাং মাস্কের গ্রিন কার্ডে এই টার্ম থাকা স্বাভাবিক এবং একদম আইনসম্মত।

তবে তার সেই মন্তব্যকে ঘিরে তৈরি হওয়া মজার কন্টেন্টই এখন নেটিজেনদের বিনোদনের প্রধান উৎস।

ওপেনএআই কেন তৈরি করেছিলেন মাস্ক? উঠে এল পুরনো আলোচনা

ভিভা টেকে আরেকটি প্রশ্নে মাস্ক ব্যাখ্যা করেছিলেন কেন তিনি ওপেনএআই গঠনের পথে হাঁটেন।
তিনি জানান—এআই-এর সম্ভাব্য ঝুঁকি তাকে সবসময়ই উদ্বিগ্ন করে। একবার তার জন্মদিনে গুগল সহ-প্রতিষ্ঠাতা ল্যারি পেজ মজা করে বলেছিলেন—মাস্ক নাকি “মেশিনের চেয়ে মানুষকে বেশি প্রাধান্য” দেন।

এই মন্তব্য মাস্ককে ভাবিয়ে তুলেছিল। তার মতে, গুগল তখন এআই-এ এতটাই অগ্রসর ছিল যে এর ভারসাম্য বজায় রাখতে স্বাধীন, উন্মুক্ত এবং নিরাপদ একটি প্ল্যাটফর্ম প্রয়োজন ছিল।
এভাবেই জন্ম হয় ওপেন সোর্স ভিত্তিক ওপেনএআই-এর ধারণা, যা সবার জন্য উন্মুক্ত থাকবে এবং কোনও একক কোম্পানির হাতে নিয়ন্ত্রণ থাকবে না।

পুরনো ভিডিও নতুন করে ভাইরাল হওয়ার কারণ কী?

সোশ্যাল মিডিয়া বিশেষজ্ঞদের মতে—

সাম্প্রতিক সময়ে এআই, রোবটিক্স এবং মঙ্গল উপনিবেশ প্রকল্প নিয়ে মাস্কের কর্মকাণ্ড আবারও আলোচনায়।

তার গ্রিন কার্ডের ‘এলিয়েন রেজিস্ট্রেশন’ শব্দবন্ধ নতুন প্রেক্ষাপটে মিম-সংস্কৃতির উপাদান হয়ে উঠেছে।

মাস্কের ব্যক্তিত্ব ও অদ্ভুত রসিকতা নেটিজেনদের কাছে সবসময়ই আলোচনার খোরাক।

ফলে এক বছর আগের সেই মন্তব্য ফিরে এসেছে নতুন ট্রেন্ড হিসেবে।

শেষ কথা

এলন মাস্কের রসিকতা হোক বা প্রযুক্তি নিয়ে তার ভবিষ্যৎ ভাবনা—তিনি স্পষ্টতই জানেন কীভাবে ইন্টারনেটে আলোচনার কেন্দ্রে থাকতে হয়। ‘ভিনগ্রহী’ মন্তব্যও তাই বাদ পড়ল না। বরং আবারো প্রমাণ করল—মাস্কের এক বাক্যই যথেষ্ট নেট দুনিয়াকে মাতিয়ে তুলতে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক