Bigg Boss 19: ‘বিগ বস ১৯’ থেকে বাদ পড়ে বিস্ফোরক অভিযোগ তুললেন বসীর আলি। সলমন খানের নীরবতা ও যৌন কটাক্ষে ক্ষোভে ফুঁসছেন প্রাক্তন প্রতিযোগী।
‘বিগ বস ১৯’-এর ঘর থেকে বাদ পড়েই বিস্ফোরক অভিযোগ তুললেন বসীর আলি। তাঁর দাবি, সহ-প্রতিযোগী মালতি চাহরের সঙ্গে তাঁর নামে মিথ্যে যৌন গুঞ্জন ছড়ানো হয়েছে অনুষ্ঠান থেকেই, অথচ সলমন খান বা নির্মাতারা কোনও পদক্ষেপ নেননি।

শনিবার ‘উইকএন্ড কা ওয়ার’-এ বসীরের সঙ্গে বাদ পড়েন নেহল চুডাসমা। এর পরেই সংবাদমাধ্যমে বসীর বলেন, “এই ঘটনায় আমি অপমানিত ও হতবাক।” তাঁর ক্ষোভ, যখন তিনি প্রতিযোগীদের মান নিয়ে মন্তব্য করেছিলেন, তখন ফারহা খান-সহ সকলে কটাক্ষ করেছিলেন, কিন্তু যৌন কটূক্তি বা ভুয়ো খবর ছড়ালেও কেউ মুখ খোলেননি।
বসীর আরও বলেন, “এক পর্বে গৌরব খন্না ইঙ্গিত করেছিলেন যে আমরা ‘ভালো পরিবার’ থেকে আসিনি— এটি অত্যন্ত অপমানজনক।” তিনি দাবি করেন, মালতির কোলে শোয়া সেই ভাইরাল ভিডিওতে কোনো অশালীনতা ছিল না।
তাঁর বক্তব্য, “বিগ বসের ঘরে ঢুকে বুঝেছি, প্রচারের জন্য সলমন ও নির্মাতারা যা খুশি করতে পারেন।”
বিনোদন
Srabanti Chatterjee: যেন দুই বোন! হবু বউমার জন্মদিনে চুমু শ্রাবন্তীর
#BiggBoss19 #SalmanKhan #BaseerAli #MaltiChahar #RealityShow #BollywoodNews #Entertainment #TVNews

