মুক্তি পেল দেব-শুভশ্রীর বহু প্রতীক্ষিত সিনেমা ‘ধূমকেতু’র প্রথম গান ‘গানে গানে’। যেটি গেয়েছেন শ্রেয়া ঘোষাল এবং অরিজিৎ সিং। অনুপম রায়ের রচিত এই গানের প্রথম ঝলক আগেই প্রকাশ্যে এসেছে। যা শোনার পর মুগ্ধ হয়ে গিয়েছেন দর্শকেরা। আশা করা যাচ্ছে সম্পূর্ণ গানটিও বেশ পছন্দ করবেন তারা।
এমনিতেই বাঙালীদের মনে অরিজিৎ সিং, অনুপম রায় এবং শ্রেয়া ঘোষাল বৃহৎ স্থান দখল করে রয়েছেন। আর তারা যদি একসঙ্গে কোনো প্রোজেক্টে কাজ করে তাহলে আর কোনো কথাই নেই। দীর্ঘ সময় পর তারা একসঙ্গে কাজ করেছেন এই গানটিতে। যদি আমরা সিনেমার বিষয় দেখি তাহলে সেটি মুক্তি পাওয়া নিয়েও সংশয় ছিল।
কারণ, এই সিনেমার শ্যুটিং করা হয়েছে নয় বছর আগে। কৌশিক গাঙ্গুলী পরিচালিত এবং রাণা সরকার প্রযোজিত ‘ধূমকেতু’ বহুদিন ধরেই চর্চায় রয়েছে। সিনেমাটি মুক্তির কথা উঠলেই তা এড়িয়ে যেতেন নির্মাতারা। কখনোই এই বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি দর্শকদের।
তবে সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে সেটি মুক্তি পেতে চলেছে কিছুদিন পরেই। যেখানে শেষবারের মতোন অভিনয় করেছেন শুভশ্রী এবং দেব। এই সিনেমাটি যখন তৈরি হয়েছিল তখন তাদের সম্পর্ক ভালো ছিল। তবে ধীরে ধীরে সবটাই পাল্টে গিয়েছে। বিচ্ছেদের পর যে যার পথে হেঁটেছেন এই জুটি।
যারা দেব-শুভশ্রীকে একসঙ্গে দেখতে পছন্দ করেন তাদের জন্য এই সিনেমাটি আবেগের বিষয়। যদিও রাণা সরকার কথা দিয়েছেন ‘ধূমকেতু’ যদি সুপারহিট হয় তাহলে দেব ও শুভশ্রীকে আবারো একসাথে আনবেন তিনি। আপাতত অপেক্ষা সিনেমাটি মুক্তি পাওয়ার।