প্রয়াত সতীশ শাহকে মরণোত্তর পদ্মশ্রীর দাবি FWICE-এর

FWICE প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে অভিনেতা সতীশ শাহকে ভারতীয় সিনেমায় অবদানের স্বীকৃতিস্বরূপ মরণোত্তর পদ্মশ্রী দেওয়ার অনুরোধ জানিয়েছে।

প্রবীণ অভিনেতা সতীশ শাহের প্রয়াণে শোকাহত পুরো বিনোদন জগৎ। ২৫ অক্টোবর ৭৪ বছর বয়সে এই জনপ্রিয় অভিনেতা প্রয়াত হন। এবার তাঁর শিল্প-অবদানকে সম্মান জানাতে বিশেষ দাবি তুলেছে ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (FWICE)।

মঙ্গলবার, FWICE প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি চিঠি পাঠিয়ে প্রয়াত সতীশ শাহকে মরণোত্তর পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত করার অনুরোধ জানিয়েছে। সংস্থাটি লিখেছে, সতীশ শাহ ছিলেন এক প্রতিভাবান শিল্পী, যিনি তাঁর অভিনয়ের মাধ্যমে কোটি মানুষের মুখে হাসি ও আনন্দ এনেছেন।

চিঠিতে বলা হয়েছে, “গভীর শ্রদ্ধার সঙ্গে আমরা আবেদন জানাচ্ছি, ভারতের অন্যতম প্রিয় ও বিশিষ্ট অভিনেতা প্রয়াত শ্রী সতীশ শাহকে মরণোত্তর পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করার বিষয়টি বিবেচনা করুন।”

FWICE আরও জানিয়েছে, সতীশ শাহের কাজ ভারতীয় সিনেমা ও টেলিভিশনে যুগান্তকারী প্রভাব ফেলেছে। ইয়ে জো হ্যায় জিন্দেগি, সারাভাই ভার্সেস সারাভাই, জানে ভি দো ইয়ারো, ম্যায় হুঁ না— এইসব স্মরণীয় কাজের মাধ্যমে তিনি ঘরে ঘরে জনপ্রিয়তা পেয়েছিলেন।

চলচ্চিত্র সংস্থার মতে, এই সম্মান হবে শিল্পীর উত্তরাধিকার ও বিনোদন জগতে তাঁর অবদানের প্রতি এক যোগ্য শ্রদ্ধাঞ্জলি। FWICE জানিয়েছে, “তাঁর মৃত্যু যে শূন্যতা সৃষ্টি করেছে, তা পূরণ অসম্ভব। তাঁকে পদ্মশ্রী দেওয়া হলে সেটি হবে শিল্প, সংস্কৃতি ও মানুষের আনন্দে নিবেদিত জীবনের প্রতি এক গভীর শ্রদ্ধা।”

উল্লেখ্য, ২৫ অক্টোবর দুপুরে মুম্বইয়ে নিজের বাড়িতে মধ্যাহ্নভোজের সময় অজ্ঞান হয়ে পড়েন সতীশ শাহ। তাঁকে তৎক্ষণাৎ হিন্দুজা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাঁকে বাঁচাতে পারেননি। জানা গিয়েছে, কয়েক মাস আগে তাঁর কিডনি প্রতিস্থাপন হয়েছিল এবং সম্প্রতি তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন।

বিনোদন
Rudranil: বুম্বাদার বাড়িতে চাঁদের হাট, রুদ্রনীল ভাগ করে নিলেন তারই কয়েক ঝলক

#SatishShah #FWICE #PadmaShri #Bollywood #IndianCinema #SatishShahTribute #PMModi #EntertainmentNews #HindiCinema #TelevisionLegend

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক