সোনার দাম ফের উর্ধ্বমুখী, দেশের প্রধান শহরগুলিতে কত বেড়েছে দেখুন

গত কয়েক মাস ধরে ধারাবাহিকভাবে বাড়ছে সোনার দাম। মাঝেমধ্যে সামান্য পতন দেখা গেলেও সামগ্রিকভাবে সোনার বাজার এখন স্পষ্টভাবে ঊর্ধ্বমুখী। প্রতিদিনই বদলাচ্ছে দাম, আর সেই ওঠানামার মাঝেই শেষ কয়েক সপ্তাহ ধরে সোনা স্থিরভাবে উচ্চস্তরে অবস্থান করছে। বৃহস্পতিবারও তার ব্যতিক্রম হয়নি—গতকালের তুলনায় বেশ খানিকটা বেড়েছে সোনার দাম।

নিত্যপ্রয়োজনীয় বাজার থেকে শুরু করে আন্তর্জাতিক অর্থনীতির প্রভাব—সব মিলিয়ে সোনার দরে প্রতিদিনই দেখা যাচ্ছে পরিবর্তন। তাই বহু মানুষ প্রতিদিন খোঁজ রাখছেন দেশের বিভিন্ন শহরে সোনার সর্বশেষ মূল্যের। আজ ভারতের প্রধান শহরগুলি—কলকাতা, দিল্লি, মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরু, আমেদাবাদ ও কেরলে কত দামে মিলছে ২২ ও ২৪ ক্যারেট সোনা, দেখে নিন বিস্তারিত।

আজ কলকাতায় সোনার দাম

Gold price
Gold Price

২২ ক্যারেট: প্রতি গ্রাম ₹১১,৪৪৫
২৪ ক্যারেট: প্রতি গ্রাম ₹১২,৪৮৬

গতকাল ছিল:
২২ ক্যারেট: ₹১১,৩৩৫
২৪ ক্যারেট: ₹১২,৩৬৬
অর্থাৎ, কলকাতায় আজ প্রতি গ্রামে ১১০ টাকা পর্যন্ত বৃদ্ধি দেখা গেছে।

চেন্নাইয়ে আজকের সোনার দাম

Gold
Gold

২২ ক্যারেট: ₹১১,৫০০
২৪ ক্যারেট: ₹১২,৫৪৬
দক্ষিণ ভারতের অন্যতম বৃহৎ বাজার চেন্নাইতে দাম তুলনামূলকভাবে বেশি।

মুম্বইয়ে সোনার দাম

Gold Price
২২ ক্যারেট: ₹১১,৪৪৫
২৪ ক্যারেট: ₹১২,৪৮৬
মহারাষ্ট্রের বাণিজ্যনগরীতেও দামের বৃদ্ধি অব্যাহত।

দিল্লিতে আজ সোনার হার

Gold
Gold / গয়না

২২ ক্যারেট: ₹১১,৪৬০
২৪ ক্যারেট: ₹১২,৫০১
রাজধানী দিল্লিতে দাম সামান্য বেশি হলেও সার্বিকভাবে দেশজুড়ে বৃদ্ধির একই ধারা।

বেঙ্গালুরুতে আজ সোনার দাম

gold price
gold price

২২ ক্যারেট: ₹১১,৪৪৫
২৪ ক্যারেট: ₹১২,৪৮৬
আইটি হাব শহরেও আজ দাম বেড়েছে জাতীয় গড়ের সঙ্গে তাল মিলিয়ে।

আমেদাবাদে আজকের সোনার দাম

Gold
Gold

২২ ক্যারেট: ₹১১,৪৫০
২৪ ক্যারেট: ₹১২,৪৯১
পশ্চিম ভারতের অন্যতম বড় বাজারেও দামে সামান্য বৃদ্ধি।

আরও পড়ুন
সোনার গয়না তৈরী করতে প্রতি ১০ গ্রামে অপচয় ১ গ্রাম, জানুন কীভাবে?

কেরলে সোনার দাম

gold
gold

২২ ক্যারেট: ₹১১,৪৪৫
২৪ ক্যারেট: ₹১২,৪৮৬
শ্রীরংগার, উৎসব এবং বিয়ের মরসুমকে মাথায় রেখে কেরল অঞ্চলে সোনার চাহিদা সবসময়ই বেশি থাকে।

কেন বাড়ছে সোনার দাম?

Gold
Gold

বিশেষজ্ঞদের মতে—
আন্তর্জাতিক বাজারে অনিশ্চয়তা,
ডলারের দামের ওঠানামা,
ভূরাজনৈতিক পরিস্থিতির প্রভাব,
বিয়ের মরসুমে চাহিদা বৃদ্ধি,

আরও পড়ুন
সহজে ও নিরাপদে সোনায় বিনিয়োগের স্মার্ট উপায়

—সব মিলিয়েই গত কয়েক মাস ধরে সোনার দাম স্থিরভাবে বাড়ছে।

শেষ কথা
যাঁরা সোনা কেনার পরিকল্পনা করছেন, তাঁদের জন্য প্রতিদিনের দামের এই ওঠানামা গুরুত্বপূর্ণ। কেনার আগে অবশ্যই শহরভিত্তিক সর্বশেষ দামের সঙ্গে তুলনা করে নেওয়া জরুরি। দেশে আগামী কয়েকদিন সোনার দাম আরও বাড়বে, নাকি নতুন করে পতন দেখা যাবে—তার দিকে নজর থাকবে বাজার বিশেষজ্ঞদেরও।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক