টলি পাড়ার গ্ল্যামারাস অভিনেত্রীদের মধ্যে সহজেই তালিকার উপরে জায়গা করে নেবেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। অভিনয় দুনিয়ায় অভিনেত্রী যেমন জনপ্রিয় তেমনই সোশ্যাল মিডিয়ার পাতায় তার জনপ্রিয়তা কম নয়। একের পর এক ছবিতে অভিনয় করে চলেছেন তিনি। শ্রাবন্তী তার ব্যক্তিগত জীবন নিয়ে বেশি চর্চায় থাকেন। একাধিক সম্পর্কে জড়ানো এবং বিয়ের পর অবশেষে একা রয়েছেন তিনি।
তবে বেশ কিছুদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছে তিনি ফের প্রেমের জালে জড়িয়েছেন। তবে সে বিষয়ে অভিনেত্রী কিছুই প্রকাশ্যে আনেননি। তবে সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যে নিজের নিজের ছবি পোস্ট করেন তিনি। আর সেই ছবি ভাইরাল হয়ে যায় নিমেষেই। সম্প্রতি তাকে একটি ছবি পোস্ট করতে দেখা গিয়েছে।
সেই ছবিতে তার পরনে রয়েছে সবুজ রঙের শাড়ি ও শাড়ির সঙ্গে মানানসই স্লিভলেস ব্লাউজ। চুল খোলা অবস্থায় তাকে আরও মোহময়ী লাগছে। সঙ্গে মানানসই গলায় নেকলেস পরেছেন তিনি। হাতে একটি ডিজাইনার ব্রেসলেট পরতে দেখা গিয়েছে তাকে। হালকা সাজে তার গ্ল্যামার চোখে পড়ার মতন।
এই ছবি পোস্ট করে শ্রাবন্তী গায়ক দুর্নিবার সাহা’র গান ‘হিম ঝড়ে পড়ে’ লাগিয়েছেন। গানের সঙ্গে তার সাজগোজ যেনো মানানসই হয়ে গিয়েছে। ছবিটি যেমন প্রচুর মানুষ পছন্দ করেছেন তেমনি অনেকেই প্রশংসা করেছেন অভিনেত্রীর রূপের।
আরও পড়ুন,
*Dadagiri 10: মেয়ে এসে বলল, আমি একে ভালোবাসি, তুমি? পায়েলের প্রশ্নে মাথা নেড়ে ‘না’ সৌরভের
*অ্যালবাট্রস পাখি প্রজননে ব্যর্থ হলে নতুন সঙ্গী খোঁজে