অভিযোগ ভুলে স্বামী আরমান মালিক এবং সতীন কৃতিকার পাশে দাঁড়ালেন আরমানের প্রথম স্ত্রী পায়েল! চলতি বছরের ‘বিগবস’এর সিজনে অন্যতম চর্চিত প্রতিযোগীরা হলেন আরমান, কৃতিকা এবং পায়েল। যদিও পায়েল ইতিমধ্যেই শো থেকে বাদ পড়েছেন।
আপাতত ‘বিগবস’এর ঘরেই রয়েছেন আরমান এবং কৃতিকা। সম্প্রতি তাদেরই একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে কম্বলের নীচে যৌনতায় মেতে উঠেছেন তারা। ঘরের আলো নিভতেই তাদের যৌনসঙ্গমে লিপ্ত হতে দেখা যায়। তবে এই ভিডিওটি নাকি সত্যি নয়, এমনটাই জানালেন পায়েল।
এই বিষয়ে তিনি বলেন, ‘হাতজোড় করে সকলকে থামতে অনুরোধ করবো। ভিডিওটি এডিট করা হয়েছে। আমি বিগবসের বাড়িতে থেকেছি এবং আমি বলতে পারি যে ভাইরাল ক্লিপটিতে দেখা প্রদীপগুলির মতো কোনো প্রদীপ নেই। কম্বলটাও আলাদা। যারা বাড়ির ভিতরে রয়েছেন, তারা দ্রুত বুঝতে পারবেন যে ক্লিপটি ভুয়ো।’
আরও পড়ুন,
*বিমানসেবিকার ভুলে সারার গায়ে উল্টে পড়ল জুসের গ্লাস, এ কি কান্ড ঘটেলেন সইফকন্যা!
যদিও শো’য়ের নির্মাতাদের তরফ থেকে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে এই ভিডিও উঠে আসতেই তুমুল সমালোচনার শিকার হয়েছে ‘বিগবস।’ সেখানে বলা হচ্ছে সকলের সামনে এই ধরনের নোংরামি করছেন আরমান এবং কৃতিকা। শালীনতার সমস্ত সীমা পার করে দিয়েছেন তারা।
অন্যদিকে শো থেকে বাইরে বেরোনোর পরে পায়েল জানান তিনি আরমানকে ডিভোর্স দিতে চান। কারণ, তিনি এতো ঘৃণা এতো ট্রোলিং আর সহ্য করতে পারছেন না। এসব কিছুর প্রভাব তার সন্তানদের ওপর পড়ছে। তাই তিনি তার তিন সন্তানকে নিয়ে আলাদা হয়ে যেতে চান।