প্রবল বর্ষণের বিধ্বস্ত সাধারণ জনজীবন! দিল্লীতে তিন বছর বয়সী শিশু-সহ মায়ের মৃত্যু

kmc 20240801 173622 lB0OrAmL6H 1

নতুন দিল্লীতে প্রবল বর্ষণের জেরে রীতিমতো বিধ্বস্ত সাধারণ জনজীবন! বিভিন্ন রাস্তা জলমগ্ন হওয়ার ফলে নাগরিকরা দীর্ঘ সময় পর্যন্ত আটকা পড়েছেন। এমনকি এই অবিশ্রান্ত বৃষ্টির জেরে ইতিমধ্যেই পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। দিল্লীতে দু’জন এবং গুরুগ্রামে তিনজন নিহত হয়েছেন।

গুরুগ্রামে হাই ভোল্টেজ তারের সংস্পর্শে এসে তিনজন বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গিয়েছেন। অন্যদিকে দিল্লীতে হাইড্রেনে পড়ে মৃত্যু হয়েছে এক মহিলা এবং তার তিন বছর বয়সী শিশুর। এমনকি এই বৃষ্টিপাতের কারণে বিমান চলাচল ব্যাহত হয়েছে।

জানা গিয়েছে, দিল্লীতে অবতরণের নির্ধারিত দশটি ফ্লাইট অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। যার মধ্যে দুটি লখনউ এবং আটটি জয়পুরে নির্দেশিত হয়েছে। ‘ইন্ডিগো এয়ারলাইন্স’ তাদের আগমন এবং প্রস্থানে বিলম্বের কথা জানিয়েছে নির্দেশিকা জারি করে।

খারাপ আবহাওয়ার কারণে দিল্লীতে বৃহস্পতিবার ১লা আগস্ট সমস্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ভারতের আবহাওয়া দপ্তরের তরফ থেকে একটি লাল সর্তকতা জারি করা হয়েছে বৃষ্টিপাত সম্পর্কে। তারা জানিয়েছে আগামী ৫ই আগস্ট পর্যন্ত বজ্রপাত-সহ ভারী বৃষ্টিপাত চলবে।

অন্যদিকে এর আগেও দিল্লীর মুখার্জিনগরে কোচিং সেন্টারে তিনজন মারা গিয়েছেন জলমগ্ন হয়ে। ফের মৃত্যুর খবর দিল্লীতে। জানা গিয়েছে, বাজার থেকে ফেরার সময় জলাবদ্ধ ড্রেনে পড়ে যান এক মহিলা এবং তার তিন বছরের ছেলে। সেখানেই মৃত্যু হয়েছে তাদের। দেহ উদ্ধারের পর পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে।

আরও পড়ুন,
*‘তুমি কিন্তু জাতীয় অপরাধী!’ প্রকাশ্যে কল্যাণীকে এমন কথা কেন বললেন কাঞ্চনা?