জেলের ভিতর মহিলাদের উপর হয়ে চলেছে একের পর এক অন্যায়, রহস্য ‘অনুসন্ধান’-এ কবে মুক্তি পেতে চলেছে শুভশ্রী গাঙ্গুলির নতুন ওয়েব সিরিজ!

ওয়েব সিরিজ দুনিয়ায় হাতে খড়ি হয়েছে আগেই। ধীরে ধীরে উন্নত হয়েছে তার অভিনয়। বাণিজ্যিক ছবি থেকে সরে গিয়ে বর্তমানে অন্য ধারার অভিনয় করছেন তিনি। তিনি হলেন টলিউডের লেডি সুপারস্টার শুভশ্রী গাঙ্গুলি। একের পর এক ছবিতে যেমন তিনি অভিনয় করছেন তেমনই তার সেই অভিনয় প্রশংসা কুড়চ্ছে। এবার একটি নতুন ওয়েব সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। সিরিজটি হলো ‘অনুসন্ধান’।

এর আগে ‘হইচই’-তে ‘ইন্দুবালা ভাতের হোটেল’ সিরিজে অভিনয় করেছেন শুভশ্রী। যৌবনের মধ্য গগনে থেকেও কীভাবে একজন বৃদ্ধার চরিত্রে অভিনয় করতে হয় তা তিনি যেনো প্রমাণ করে দিয়েছেন। এবার তাকে দেখা যাবে ওয়েব সিরিজে একজন সাংবাদিকের ভূমিকায়। এবার সেই সিরিজ মুক্তি কবে হবে তারই তারিখ এলো প্রকাশ্যে। সিরিজটি একটি রহস্যে মোড়া গল্প নিয়ে তৈরি।

আরও পড়ুন,
প্রেমিকাকে বিয়ে করার পথে একমাত্র কাঁটা হয়ে দাঁড়ান স্ত্রী, রাগে গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন স্বামী

জেলে বন্দি মহিলাদের সঙ্গে একের পর এক ঘটে যাওয়া ঘটনা নিয়েই সিরিজের মূল গল্প। জেলে কোনও পুরুষের উপস্থিতি না থাকা সত্ত্বেও একের পর এক মহিলা কীভাবে জেলের মধ্যে গর্ভবতী হয়ে পড়ছেন তারই রহস্য অনুসন্ধান করবেন শুভশ্রী। আগামী ৭ই নভেম্বর রহস্যে মোড়া এই সিরিজ নিয়ে হাজির হতে চলেছে ‘হইচই’। ডিজিটাল প্ল্যাটফর্মে বর্তমানে ওয়েব সিরিজের রমরমা। এবার ধীরে ধীরে সেই দুনিয়ায় প্রবেশ করছেন শুভশ্রী।

‘ইন্দুবালা ভাতের হোটেল’ সিরিজে অভিনয় করার পর সকলের প্রত্যাশা শুভশ্রীর প্রতি অনেকটাই বেড়ে গিয়েছে। একজন বৃদ্ধা যার চামড়া কুঁচকে গিয়েছে, চুলে পাক ধরেছে ও গলার স্বরে এসেছে ভঙ্গুরতা, তার চরিত্রে অভিনয় করে বাজিমাত করেছিলেন শুভশ্রী। আর তারপর অ্যাওয়ার্ডও জিতে নিয়েছিলেন তিনি। এবার ‘অনুসন্ধান’ সিরিজে তার অভিনয় দেখার জন্য অপেক্ষা করে রয়েছেন দর্শকেরা।

আরও পড়ুন,
তিনি যেনো চিরসবুজ, ৮৩তম জন্মদিনে সকলের থেকে গ্রহণ করলেন শুভেচ্ছা, ‘বিগ বি’-র জন্মদিনে সেই মূহুর্তের ভিডিও ভাইরাল

error: Content is protected !!