গরীব মানুষকে ঠকিয়ে ১ টাকার বদলে ২ টাকা ফী নেওয়া সাহস হয় কীভাবে? চাকরি খোয়ালেন সরকারি কর্মী!

সরকারি কাজে একাধিক জায়গায় দেখা যায় দীর্ঘদিন ধরে প্রশাসনের তরফে কোনোরকম নজরদারি না করা হলে ধীরে ধীরে দুর্নীতির বীজ বপন হতে শুরু করে। আর সেই খবর শীর্ষ কর্তারা যদি পেয়েও গাফিলতি করেন তার ফল ভুগতে হয় সাধারণ মানুষকে। কিন্তু সম্প্রতি যে তাজ্জব ঘটনাটি সামনে এসেছে তা জানার পর সকলে বাহবা দিয়েছেন। সরকারের তরফে সাধারণ মানুষকে নুন্যতম খরচে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করা হলেও তাতে দেখা গিয়েছে বেনিয়ম।

গরীব মানুষকে ঠকিয়ে ১ টাকার বদলে ২ টাকা করে ফী নেওয়া হচ্ছিল। আর তা জানতে পারার পর হঠাৎ করেই বিধায়ক হাজির হন এবং সেই ব্যক্তিকে সঙ্গে সঙ্গে ধরা হয় এবং তিনি চাকরি খোয়ালেন তখনই। এমন এক ঘটনা ঘটেছে উত্তর প্রদেশের জগদৌরে। সোমবার একটি কমিউনিটি হেলথ সেন্টার পরিদর্শনে আসেন বিজেপি বিধায়ক প্রেম সাগর প্যাটেল।

তার কাছে দীর্ঘদিন ধরে অভিযোগ আসছিল ওই কমিউনিটি সেন্টারে বেনিয়মের কথা। সেই অভিযোগের ভিত্তিতে পরিদর্শনে হাজির হন বিজেপি বিধায়ক। তবে তিনি যে আসছেন তা কেউ জানতো না। কমিউনিটি সেন্টারে প্রবেশ করে তিনি জানতে পারেন ডাক্তার দেখাতে আসা রোগীদের কাছ থেকে ২ টাকা করে ফী নেওয়া হচ্ছে।

কিন্তু সরকারের তরফে ১ টাকা করে ফী বেঁধে দেওয়া হয়েছে। তার সত্ত্বেও ১ টাকা বেশি করে প্রত্যেকের কাছ থেকে নেওয়া হচ্ছে। এরপর বিধায়ক রোগীর সঙ্গে কথা বলেন। এর পাশাপাশি তিনি জানতে পারেন, বিনামূল্যে সরকারি ওষুধ না দিয়ে বাইরের দোকানের ওষুধ প্রেসক্রাইব করা থেকে শুরু করা হয় স্বাস্থ্যকেন্দ্রে। এছাড়া আরও একাধিক অভিযোগ তিনি জানতে পারেন।

রাতের শিফটে মহিলা চিকিৎসকের অনুপস্থিতি, সন্তান প্রসব করার পর সরকারের তরফে যে আর্থিক সাহায্য দেওয়া হয় তা না মেলার মতন অভিযোগ তার কাছে আসে। এমন একাধিক অভিযোগ পাওয়ার পর ওই বিধায়ক রীতিমতো রেগে যান। এরপর জানা যায়, বিধায়কের নির্দেশের পর ওই সরকারি কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

আরও পড়ুন,
*মেট্রোয় শূন্যে ভেসে ধ্যান যুবকের! ভিডিয়ো দেখে ‘সত্য’ খুঁজে বার করল নেটিপাড়া

error: Content is protected !!
শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক