দেখতে দেখতে বিয়ের এক বছর পার। কেমন আছেন রাতুল-রূপাঞ্জনা? কেমন কাটল তাঁদের দাম্পত্য জীবনের প্রথম বছর? যা যা স্বপ্ন দেখেছিলেন তা কি পূরণ হল?
বয়সে পরিচালকের থেকে অভিনেত্রী বেশ কয়েক বছর এগিয়ে। বয়সে ছোট বরের সঙ্গে কেমন কাটল ৩৬৫ দিন?
রূপাঞ্জনার দাবি, বিয়ের আগে বয়স তাঁর কাছে খুব একটা বাধা হয়ে দাঁড়ায়নি। সংসার পাততে গিয়েও তিনি ভাবেননি কে বড় আর কে ছোট। উভয়ের মতামত আর ভাবের আদান-প্রদান করতে করতেই কথাদিয়ে যে বছর ঘুরে গেল। ছোটখাটো মতান্তর হয়েছে অবশ্য সঙ্গে একটু অভিমানও। কখনও কখনও তাঁরা যৌথ ভাবেই মতান্তর মিটিয়েছেন। নিজেরা আলোচনা করেছেন। আবার কখনও কখনও রূপাঞ্জনাই হয়তো এগিয়েছে। রাতুলকে ভালবেসে বুঝিয়েছেন। একটা বছরে রূপাঞ্জনা বুঝেছেন, সত্যিই সংসার রমণীর গুণে সুন্দর হয়। তাঁদের বিয়ের জন্মদিনে রূপাঞ্জনা তাই খুব সুন্দর করে সাজবেন বলে জানিয়েছেন, তাঁর বিয়ের লাল টুকটুকে বেনারসিটা আজ আর একবার পরবেন তিনি। রাতুল খুব সুন্দর হার দিয়েছেন তাঁকে। আর শাঁখা বাঁধানো পেয়েছেন তিনি। রূপাঞ্জনার আজকের সাজ এগুলোই।