বলিউডের জনপ্রিয় জুটি তারা সুতারিয়া এবং বীর পাহারিয়া তাঁদের খোলামেলা সম্পর্কের জন্য বরাবরই ভক্তদের নজরে। ছুটি কাটানোর মুহূর্ত থেকে রেড কার্পেট—সবই তাঁরা ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে। চলতি বছরের জুলাইয়ে সম্পর্ককে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেন তাঁরা। তার পর থেকে সোশ্যাল মিডিয়ায় তাঁদের উপস্থিতি যেন আরও বেশি আলোচনার কেন্দ্রবিন্দু। আর এবার নতুন করে চর্চা জাগিয়েছে তাঁদের মালদ্বীপের ভাইরাল ভিডিয়ো।
মালদ্বীপে জন্মদিনে ‘স্বামী’ ডাক, মুহূর্তেই ভাইরাল ভিডিয়ো
তারা সুতারিয়ার জন্মদিন উপলক্ষে মালদ্বীপে চলছিল তারকা-মহলের রঙিন পার্টি। সেখান থেকেই উঠে আসে একটি মজার ভিডিয়ো, যা প্রকাশ্যে আসতেই নেট দুনিয়ায় ঝড় তোলে। ঝলমলে আউটফিটে হাজির ছিলেন তারা। সাথে ছিলেন বীর পাহারিয়া এবং তাঁদের ঘনিষ্ঠ বন্ধু ওরি।
বিনোদনমূলক সেই ভিডিয়োতে দেখা যায়—তারা মজার ছলে ওরিকে প্রশ্ন ছুঁড়ে দেন,
“তুমি কি আমার স্বামীর সঙ্গে ঘুমিয়েছিলে?”
ওরি তখন পিছনে দাঁড়ানো বীরের দিকে তাকিয়ে হাসতে হাসতে ‘হ্যাঁ’ বলে উত্তর দেন। এরপর তারা আবারও জিজ্ঞেস করেন,
“রাতে কীভাবে ঘুমাবে?”
ওরি জবাব দেন, “তোমার বরের সঙ্গে।”
এদিকে বীর সেই দাবি ইশারায় অস্বীকার করেন। আর এই কথোপকথনের মাঝেই চেঁচিয়ে ওঠেন ওরি, যা দিয়ে শেষ হয় ভিডিয়োটি।
নেটিজেনদের তুমুল প্রতিক্রিয়া—‘স্বামী?’
ভাইরাল ক্লিপ প্রকাশ্যে আসতেই কমেন্ট সেকশনে প্রশ্নের ঝড়।
অনেকে লেখেন—
“স্বামী? তারা কি বিয়ে করে ফেলেছে?”
“এ তো বড় সারপ্রাইজ!”
এর মধ্যেই একজন মন্তব্য করেন, বীরের বড় দাদা শিখর পাহাড়িয়া বর্তমানে জাহ্নবী কাপুরের সঙ্গে সম্পর্কে থাকায়,
“তারা আর জাহ্নবীকে ছোট জা–বড় জা হিসেবে কল্পনা করলে কেমন লাগে ভাবুন তো!”
জুলাইতেই প্রকাশ্যে ‘লাভ–লাইফ’, তার আগে জোর গুঞ্জন
যদিও আনুষ্ঠানিক ঘোষণা জুলাইয়ে, তার আগেই গুঞ্জন ছড়িয়ে পড়েছিল তাঁদের সম্পর্ক নিয়ে। সেই সময় তারা তাঁর নতুন মিউজিক ভিডিয়ো ‘থোড়ি সি দারু’-র পিছনের দৃশ্য শেয়ার করেন এবং ক্যাপশনে লেখেন—‘তু হি এ চান। মেরি রাত এ তু।’
এর উত্তরে বীর মন্তব্য করেন—“আমার ❤️⭐”
সেখান থেকেই শুরু জল্পনা। কিছুদিন পরই তাঁরা প্রকাশ্যে আনেন তাঁদের সম্পর্ক।
শেষ কথা
মালদ্বীপের ভাইরাল ভিডিয়ো যে কৌতুকই হোক, ‘স্বামী’ শব্দের ব্যবহার মুহূর্তেই নেটিজেনদের আগ্রহ বাড়িয়ে দিয়েছে। তারকা এই জুটির পরবর্তী পদক্ষেপ কী হবে—তা জানতে অধীর অপেক্ষা চলছে অনুরাগীদের মধ্যেই।
আরও পড়ুন
Sreemoyee: প্রেমের নেশা লেগেছে শ্রীময়ীর মনে, দেখুন কোন ছবির মাধ্যমে জানালেন সেই কথা
