টলিউডে এখন কান পাতলে একটি খবর খুব জোড়ালো ভাবে এখন শোনা যাচ্ছে। আর তা হলো দীর্ঘ দুই দশকের বিবাহিত সম্পর্কে ভাঙন ধরতে চলেছে টলিউড, বলিউড ও দক্ষিণী ছবি কাঁপানো অভিনেতা যিশু সেনগুপ্তর। ২০০৪ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন যিশু ও নীলাঞ্জনা। এরপর একসঙ্গে পথ চলা। সেইসময় নীলাঞ্জনা জনপ্রিয় অভিনেত্রী থাকলেও বিয়ের পর সংসারকে ধ্যান ও জ্ঞান বানিয়েছেন।
অপরদিকে যিশু একের পর এক গ্রাফ উন্নতির শিখরে পৌঁছে গিয়েছেন। নীলাঞ্জনার এই কঠিন পরিস্থিতিতে এবার তার পাশে দাঁড়ালেন শাশ্বত চট্টোপাধ্যায়ের স্ত্রী মহুয়া চট্টোপাধ্যায়। তিনি সোশ্যাল মিডিয়ায় নীলাঞ্জনাকে নিয়ে একটি পোস্ট করেন। সেই পোস্টে তিনি লেখেন, “তোমাকে দুর্দান্ত এবং শক্তিশালী একজন মানুষ বলেই জানি। খুব খুব গর্ব হয় তোমার জন্য। সবসময়ে তোমার সঙ্গে রয়েছি নীলাঞ্জনা।”
তাদের দু’জনের খুব ভালো সম্পর্ক। এবার বন্ধুর বিপদের দিনে তার পাশে দাঁড়ালেন মহুয়া। এদিকে সোশ্যাল মিডিয়ায় সারা তার বাবাকে আনফলো করে মায়ের পাশে দাঁড়িয়েছে৷ মেয়ে নিরবেই মাকে সমর্থন জানিয়েছে। এদিকে এতকিছু হয়ে যাওয়ার পরেও যিশু একেবারেই চুপ রয়েছেন এই বিষয়ে৷ আর এটিই ভাবাচ্ছে অনেককে।
তবে শুধু মহুয়া নন, নীলাঞ্জনার পাশে থাকার বার্তা দিলেন রাগেশ্বরী। তিনি লিখেছেন, “জীবনের কঠিন সময়ে তুমি আমাকে হাত ধরে বাঁচিয়েছিলে। আজ আমার পালা।” এদিকে যিশু ও নীলাঞ্জনার দীর্ঘ দুই দশকের বিবাহিত জীবনের তাল কেটে যাওয়ার কারণ জানা গিয়েছে তৃতীয় ব্যক্তি। জানা যাচ্ছে, সেই তৃতীয় ব্যক্তি হলেন শিনাল সুর্তি। তাকে নাকি মনে ধরেছে যিশুর। আর তার জেরেই দীর্ঘদিনের বিবাহিত জীবনে আজ কালো মেঘ ঘনিয়ে এসেছে নীলাঞ্জনা ও যিশুর।
বর্তমানে ‘খাদান’ ছবির শ্যুটিং-এর জন্য নিজোর শহরে থাকলেও নিজের বাড়িতে ওঠেননি যিশু। বর্তমানে জনপ্রিয়তার শিখরে রয়েছেন যিশু। টলিউড, বলিউড থেকে দক্ষিণী ছবিতে তাকে দেখতে পাওয়া যায়। কাজের জন্য বেশিরভাগ সময় তিনি মুম্বাইতে থাকেন। তবে সেইসময় কি অন্য কাউকে মন দিয়ে ফেলেছেন অভিনেতা? আর সেই তৃতীয় ব্যক্তির জেরেই কি তবে সংসারে অশান্তি!
আরও পড়ুন,
*সম্পর্ক ভাঙার তুমুল গুঞ্জন, ‘বিষাক্ত দাম্পত্যের কাহিনী’ শোনালেন ঋষি কৌশিক!
*‘… অত্যন্ত কুরুচিকর …,’ ঋষির অভিযোগের কি জবাব দিলেন স্ত্রী দেবযানী?