আর জি কর ঘটনা নিয়ে এবার মুখ খুললেন টলিউড অভিনেতা জিৎ। আরও একবার তার মুখে শোনা গেলো আর জি কর ঘটনা প্রসঙ্গ। টলিউড অনলাইন নামক একটি পেজে পোস্ট করা একটি ভিডিওতে দেখা গিয়েছে জিৎ-এর একটি বক্তব্য। আর তিনি সেই মন্তব্যটি করেন আর জি কর হাসপাতালে ঘটে যাওয়া নারকীয় ঘটনা নিয়ে।
তিনি বলেন, “ঠিক যে সময় এই অনুষ্ঠান হচ্ছে, তখন শহরের অবস্থা এক্কেবারেই ভালো নেই। বর্তমানে এই শহরে বসবাস করে কাজের ব্যস্ততার মাঝেও মন খারাপ থাকে, মন উদাস হয়ে থাকে। আমি এই মঞ্চের মাধ্যমে আরও একবার প্রার্থনা করব যে, যে মহিলার সঙ্গে এই ঘটনা ঘটেছে, সেই নির্যাতিতা বিচার পাক। নির্যাতিতা বিচার পেলে ওর পরিবারও পরিস্থিতি সামাল দেওয়ার জন্য শক্তি পাবে।”
আর এই ভিডিওটির কমেন্ট বক্সে একাধিক মন্তব্য করেছেন অনেকেই। কিছু মন্তব্য যেমন সপক্ষে ছিলো তেমনই কিছু মন্তব্য বিপক্ষে ছিল বলে দেখা গিয়েছে। এর আগে সোশ্যাল মিডিয়ায় জিৎ সরব হয়েছিলেন বর্তমান ঘটনা নিয়ে। তিনি লিখেছিলেন, “আপনারা জানেন যে, বিগত কয়েকদিন আগে আরজি কর হাসপাতালে একটা দুর্ঘটনা ঘটেছে। একজন মহিলা, তার সঙ্গে খুবই নির্মমতার সঙ্গে অত্যাচার করা হয়েছে।”
তিনি আরও বলেন, “এবং এই নিয়ে আমি আজ সকালে সোশ্যালেও পোস্ট করেছিলাম। আবারও বলছি যে, আর কিছুক্ষণ পরে স্বাধীনতা দিবসে আমরা পা দেব। কিন্তু মাঝে মাঝে এরকম ঘটনা যখন ঘটে, আমরা সত্যিই কি স্বাধীন হয়েছি?” এর পাশাপাশি মৃতার আত্মার শান্তি কামনা করেন তিনি। জিৎ-এর এমন পদক্ষেপ অনেকেই পছন্দ করেছিলেন।
আরও পড়ুন,
*‘পুষ্টিকর খাবার খাওয়ার পেছনেই …!’ মাসে ৬ লাখ টাকা খোরপোশ দাবি মহিলার! কী জানালো কর্নাটক হাই কোর্ট?