এই জন্মের অনেকটা সময় বাকি, তবে তার আগেই ঠিক করে ফেললেন পরের জন্মে তিনি কী হতে চান! কি অবাক হচ্ছেন তো? ভাবছেন কার সম্পর্কে বলা হচ্ছে? আসলে পরের জন্মে কী হতে চান সে বিষয়ে ভেবে ফেলেছেন জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়।
প্রত্যেক বাঙালী এই শিল্পীর নাম চিনে থাকবেন। ইতিমধ্যেই তার গানের মাধ্যমে তিনি সকলের মনে আলাদা একটি জায়গা তৈরি করে নিয়েছেন। বেশ কিছু সময় ধরে আলোচনার শীর্ষে থাকলেও তার কর্মক্ষেত্রে কিন্তু তার কোনো প্রভাবই পড়েনি।
নিজের ছন্দে জীবনযাপন করছেন তিনি। তবে কাজের ফাঁকে হানিমুনটাও সেরে ফেললেন টুক করে স্ত্রী প্রশ্মিতার সাথে তুরস্কে বেড়াতে গিয়েছিলেন তিনি। কিছুদিন আগে সেখান থেকে ফিরেছেন। এরপর সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটা ছবি পোস্ট করতে দেখা গিয়েছে তাকে।
যেখানে দেখা যাচ্ছে মাথায় ছাতা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন তিনি। আর তার ক্যাপশনটিতে নজর আটকেছে সকলের। সেখানে লিখেছেন, ‘এবার মরলে গাছ হবো।’ আসলে বৃষ্টিস্নাত গাছের সৌন্দর্য্য ঠিক কতখানি তা আমরা সকলেই জানি। আর অনুপমের মতো শিল্পীরা সেটা খুব ভালোভাবে উপলব্ধি করতে পারেন।
তাইতো তিনি পরের জন্মে গাছ হওয়ার ইচ্ছেপ্রকাশ করেছেন। উল্লেখযোগ্য, কৌশিক গাঙ্গুলীর ‘অযোগ্য’ সিনেমায় তার গান শোনা গিয়েছে। অন্যদিকে সৃজিতের ‘টেক্কা’ সিনেমা থেকে বাদ পড়েছেন তিনি। এই বিষয়ে জানিয়েছেন সিনেমার বাজেট নিয়ে কিছু সমস্যা থাকায় তিনি তাতে কাজ করছেন না।