এবার রাবণদহন অনুষ্ঠানে যোগ দিয়ে বড়সড় দুর্ঘটনার মুখে পড়লেন পূর্ণিয়ার বাহুবলী সাংসদ পাপ্পু যাদব। রাবণদহন অনুষ্ঠানে রাবণের দিকে আগুন ছুঁড়তে গিয়ে সেই আগুনে নিজেই দগ্ধ হলেন পাপ্পু। এদিন দশেরার অনুষ্ঠানে সঙ্গীদের সঙ্গে নিয়ে যোগ দেন পাপ্পু। প্রতিবার তিনিই রাবণের দিকে অগ্নিবাণ করেন। এবারও তার অন্যথা হয়নি। ৫৫ ফুটের রাবণের দিকে পাপ্পু এদিন অগ্নিবাণ নিক্ষেপ করেন।
কিন্তু তারপরই ঘটে আসল বিপত্তি। রাবণের দিকে ছোঁড়া আগুন বুমেরাং হয়ে তার দিকে ঢেয়ে আসে। রাবণের মূর্তির পেটের মধ্যে ভরা অজস্র বাজি ও রকেট উল্টে সাংসদের দিকে ধেয়ে আসে। ওই বাজির আগুনে সাংসদের চোখে আঘাত লাগে। এরপর তাকে তড়িঘড়ি তার সঙ্গীরা হাসপাতালে ভর্তি করেন। তার চিকিৎসার পর বর্তমানে তিনি সুস্থ আছেন।
তার এই দুর্ঘটনার পর তার অনুগামীরা সকলেই চিন্তিত হয়ে পড়েন। পাপ্পু যাদব এদিন নিজেই সোশ্যাল মিডিয়ায় লেখেন, তিনি সুস্থ আছেন। এর পাশাপাশি দুর্ঘটনার আশংকা রয়েছে এমন জায়গায় সাবধান থাকার কথাও সকলকে স্মরণ করিয়ে দিয়েছেন তিনি। তার দুর্ঘটনায় আঘাত লাগলেও বর্তমানে তিনি বিপদমুক্ত বলে জানা গিয়েছে।
প্রতিবারের মতন এবারও শনিবার পূর্ণিয়ার মেলার মাঠে দশেরা অর্থাৎ রাবণ দহনের আয়োজন করা হয়। প্রতিবারের মতন এবারও হাজার হাজার মানুষ জড়ো হন। সেখানেই রাবণ দহন করতে হাজির হন পাপ্পু যাদব। তিনি ৫৫ ফুটের রাবণ দহনের জন্য আগুন ছুঁড়লে সেটি রাবণের দেহে লাগা মাত্রই জ্বলন্ত রকেট সাংসদের দিকে ঢেকে আসে।
ওই ঘটনায় পাপ্পুর চোখে আঘাত লাগে। এরপর তাকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়। সেই চিকিৎসায় অনেকটাই সুস্থ হয়েছেন পাপ্পু যাদব। তিনি সকলকে তার শরীরের খবর জানিয়ে আশ্বস্ত করেছেন।